Friday, January 28, 2022

বেতাগীতে কোমরে শিকল বেঁধে কলেজ ছাত্রকে নির্যাতন

বরগুনার বেতাগীতে কলেজে পড়ুয়া এক ছাত্রকে শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে ।

উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী উজ্জ্বল ঢাকী (১৮) উপজেলার কাউনিয়া কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে বেতাগী থানায় লিখিত অভিযোগ করা হলেও পুলিশের পক্ষ থেকে কোন ব্যবস্থা নেয়া হয়নি বলে দাবি ভুক্তভোগী পরিবারের। তবে পুলিশ বলছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বুড়ামজুমদার ইউনিয়নের পুলেরহাট বাজার সংলগ্ন আরাফাত নামের এক ব্যবসায়ীর কাছ থেকে ওই এলকার বাসিন্দা পরিমল চন্দ্র ঢাকীর ছেলে উজ্জ্বল ঢাকী কিছু টাকা বিকাশের মাধ্যমে ধার হিসেবে নেয় । ধারের টাকা দিতে বিলম্ব হওয়ায় গত সোমবার স্থানীয় সাবেক ইউপি সদস্য মো. রাজু মৃধার সহায়তায় ওই ব্যবসায়ী আরাফাত কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বলকে লোহার শিকল দিয়ে গাছের সাথে বেঁধে রাখে। যার ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

উজ্জ্বলের বাবা পরিমল ঢাকী জানান, যে কারো ধার দেনা থাকতে পারে। এজন্য একজন কলেজ পড়ুয়া ছাত্রকে লোহার শিঁকল দিয়ে বেঁধে রেখে মারধর করতে হবে? থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি তারাও ব্যবস্থা নিচ্ছে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী কলেজ পড়ুয়া ছাত্র উজ্জ্বল জানায়, ‘আমি বিকাশের মাধ্যমে ব্যবসায়ী আরাফাতের কাছ থেকে টাকা পাঠিয়েছি সত্য, কিন্তু টাকাটা ভুল নাম্বারে পাঠানো হয়। সে আমার পরিচিত ভাবছি কয়েকদিন পরে দিয়ে দিবো। সে আমাকে একা পেয়ে সাবেক ইউপি সদস্যকে সাথে নিয়ে শিঁকল দিয়ে বেঁধে মারধর করেন।তাছাড়া নির্বাচনের সময় আমার পরিবার ওই ইউপি সদস্যের পক্ষ না করায় আমাদের ওপর ক্ষীপ্ত হয়ে এমন অত্যাচার করেছেন। আমরা সংখ্যালঘু বলে আমাদের সাথে এমন অমানবিক নির্যাতন করলো ! আমাকে ও আমার পরিবারকে সামাজিক ভাবেও হেনস্থা করেছে। আমি একজন ছাত্র হিসেবে এর বিচার চাই।


ব্যবসায়ী আরাফাত হোসেন বলেন, উজ্জ্বল ও তার পরিবার আমার সুপরিচিত। এর আগে অনেকবার লেনদেনও করেছে। তবে এইবার টাকা দিতে বিলম্ব করায় আমি ওকে দোকানে বসিয়ে রেখেছি। কে বা কারা উজ্জ্বলকে শিঁকল দিয়ে বেঁধে রেখেছিলো আমার জানা নেই। তবে সাবেক ইউপি সদস্য রাজু মৃধা উপস্থিত ছিলেন।’

সাবেক ইউপি সদস্য রাজু মৃধা বলেন, বিষয়টি একটু দৃর্ষ্টিকটু হয়েছে। এ ছাড়া টাকা উঠানোর কোন উপায় ছিলোনা। আপনারা সাংবাদিকরা বিষয়টি একটু চেপে যেতে পারেন না? বিষয়টা আমি দেখবো।

বেতাগী থানার ইন্সপেক্টর (তদন্ত) আবদুস সালাম বলেন, এ বিষয় ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: