সরকারি বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক ও সৃষ্টপদে একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে।
অগ্রণী ব্যাংক, বেতাগী শাখা-হিসাব নং ০২০০০০৬৫৯৮১৯২ এর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য এক হাজার টাকা এবং নৈশপ্রহরী পদের জন্য পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।
যোগাযোগ: প্রধান শিক্ষক, কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ করুনা, উপজেলাঃ বেতাগী, জেলাঃ বরগুনা।
মোবাইল : ০১৭১০৮৩০৫০২
0 coment rios: