Tuesday, August 16, 2022

বরগুনা থেকে সরিয়ে দেওয়া হলো সেই অতিরিক্ত পুলিশ সুপারকে

বরগুনা থেকে সরিয়ে দেওয়া হলো সেই অতিরিক্ত পুলিশ সুপারকে

গতকাল সোমবার ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে তদন্তের বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও তদন্ত কমিটির প্রধান এসএম তারেক রহমানকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এর আগে গতকাল রাতে একটি শোক সভায় ‘পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা’ বলে মন্তব্য করেন এমপি শম্ভু। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে প্রত্যাহার ও তার বিচারের দাবি জানান।

এর পরপরই জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলনে জানায়, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা ছিল না, কেউ সম্পৃক্ত থেকে থাকলেও সে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এ সময় জেলা পুলিশকে ধন্যবাদ জানান তারা।

Thursday, August 11, 2022

বেতাগীতে বিএনপির পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

বেতাগীতে বিএনপির পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

মো রাজিব হোসেন,বরগুনা জেলা প্রতিনিধি

, বরগুনার বেতাগীতে সদ্য ঘোষিত উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি প্রত্যাখ্যান ও কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি’র একটি অংশ।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়র মো. শাহজাহান কবিরের নেতৃত্বে বেতাগী প্রেসক্লাব কার্যালয়ে বিএনপি’র নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহজাহান কবির বলেন, বরগুনা জেলা বিএনপির আহব্বায়ক মো. মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহব্বায়ক এ.জেড.এম ফারুক ও কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজউজ্জামান মামুন মোল্লা বিভিন্ন চালবাজি করে বিভিন্ন উপায়ে টাকার বিনিময়ে যে সব নেতা কর্মী আওয়ামী লীগের লেজুর ভিত্তিক দল করে আসছে তাদের দ্বারা কমিটি গঠন করেছে।

তিনি আরও বলেন, যারা বিএনপির মূলধারার নেতা কর্মী তাদের বাদ দিয়ে যারা ১৪ বছর যাবত কোন কর্মীর খোঁজ খবর রাখেনি তারাই জেলার মূল কমিটির আওতায় উপজেলা কমিটি গঠন করেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সদ্য ঘোষিত পৌর বিএনপি’র কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পান্না বলেন, যারা ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় সরকারের গায়েবী মিথ্যা মামলায় আসামী হয়ে মাসের পর মাস কারা বরণ করেছে তাদেরকেও বাদ দিয়ে জেলার নেতারা আহব্বায়ক কমিটি গঠন করে।

এত নির্যাতনের পরও তারা কমিটির সদস্য পদও পায়নি। তাহলে প্রশ্নই থেকে যায় এ জেলার নেতারা মাঠ পর্যায়ে কর্মীদের কতটুকু চেনে বা জানে!

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক বেতাগী উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান প্রমুখ।