মো রাজিব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি
বরগুনা জেলা পরিষদ নির্বাচনে নাহিদ মাহমুদ হোসেন লিটুর ২৭টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৪নং সাধারণ আসনে (বেতাগী উপজেলা) সাধারন সদস্য পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু। (সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা) আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় বেতাগী মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এবং তিনি পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করারও প্রতিশ্রুতি দেন।পাশাপাশি বেতাগী উপজেলার পর্যটনশিল্প ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মূলক কাজ করবেন বলে ইশতেহারে উল্লেখ করেন টিউবওয়েল প্রতীক পাওয়া এই প্রার্থী।
বরগুনা জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বেতাগীতে এই প্রথম কোনো প্রার্থী ইশতেহার ঘোষণা করেন।
তিনি তার নির্বাচনী ইশতেহার ২৭ দফা তুলে ধরে ঘোষণা দেন, জয়ী হলে বেতাগী উপজেলার তরুন ও যুব সমাজের বেকারত্ব দুর করতে একটি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে।
ইশতেহারে নাহিদ মাহমুদ হোসেন লিটু বলেন, বেতাগী উপজেলাকে মাদক, জুয়া, ইভটিজিং,ও বাল্য বিবাহ রোধে কাজ করে যাব।
প্রতিটি ইউনিয়নের বাজারগুলোকে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব, মূল সড়কে অবস্থিত সকল বাজারে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করব। জেলা পরিষদের খাস জমিতে প্রতিটি ইউনিয়নের জন্য গণকবর করা হবে বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি।
বেতাগীর মানুষের দুঃখ লাগবের জন্য বরিশালের সাথে বেতাগীর সরাসরি বাস যোগাযোগ স্থাপন, গরীব শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, মোকামিয়া দরবার শরিফের উন্নয়ন, চান্দখালি বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করার পরিকল্পনাসহ ২৭টি কাজ ইশতেহারের উল্লখ করেন। তিনি এই ইশতেহার বাস্তবায়নে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।
ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা পরিষদের সাধারন সদস্য পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী রিপোর্টাস ইউনিটির সভাপতি প্রভাষক আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন মুন্না, বাংলাদেশ প্রেশ ক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার মোট ভোটার ১০৬ জন। বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে সদস্য পদে এবার প্রার্থী হয়েছেন তিনজন। তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (রোজ সোমবার) জেলা পরিষদ নির্বাচনের ভোট।