Wednesday, January 19, 2022

সিআইডি বন্ধ হওয়ায় হাতে কাজ নেই, বাড়িতে বসে সময় পার করছেন এসিপি প্রদ্যুমান

১৯৯৮ থেকে শুরু হয়ে দুই দশকের বেশি সময় ধরে মানুষকে রহস্য রোমাঞ্চের খিদের রসদ জুগিয়েছে সোনি টিভি-র ‘সিআইডি’ ধারাবাহিক। এসিপি প্রদ্যুমান, ইনস্পেক্টর দয়া, ইনস্পেক্টর অভিজিৎ, পূর্বী। এই সমস্ত চরিত্রের সঙ্গে একাধিক প্রজন্ম আজও জড়িয়ে। কিন্তু তুমুল জনপ্রিয় সেই এসিপি প্রদ্যুম্ন ওরফে শিবাজী সতম এখন কেমন আছেন?

২০১৮ সালে এই ধারাবাহিকের শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার পরে পর্দায় দেখা যায় না কেন তাকে? সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে শিবাজী জানালেন, কাজ নেই তার হাতে। বাড়িতে বসে রয়েছেন বহু দিন ধরে। খুব খারাপ সময় যাচ্ছে তার। যদিও কয়েকটি মারাঠি নাটকে অভিনয় করার সুযোগ পাচ্ছেন তিনি। কিন্তু একইসঙ্গে তার আক্ষেপ, পর্দার জন্য কোনও শক্তিশালী চরিত্র লেখাই হচ্ছে না। আর তাই ভাল অভিনেতা-অভিনেত্রীদের দেখতে পাচ্ছেন না দর্শক।


সাক্ষাৎকারে তার দাবি, ‘‘আবার সিআইডি বানানো হলে এসিপি প্রদ্যুম্ন সাজতে চাই। বাড়িতে চুপচাপ বসে থাকার চেয়ে তো অনেক ভাল। নির্দিষ্ট এই চরিত্রটিতে অভিনয় করতে কোনও দিন ক্লান্তি আসবে না আমার।’’ শিবাজীর কথায় আঁচ পাওয়া গেল, ফের ‘সিআইডি’-কে ফিরিয়ে আনতে পারে সোনি টিভি। 


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: