Monday, January 24, 2022

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব কমিটি গঠন।

মোঃ সিরাজুল হক রাজু,
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কর্মরত সাংবাদিকদের সংগঠন বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি-২০২২ গঠিত হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সুমাইয়া আখতার তারিন এবং সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশন (অনলাইন)এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম সোহাগ নির্বাচিত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের কার্যনির্বাহী সভায় সম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি পদে জিএম/ভোরের আলো’র প্রতিনিধি মাহাবুব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে দৈনিক দখিনের সময় প্রতিনিধি কাজী হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক ভোরের ডাক/দৈনিক শিক্ষা.কম এর প্রতিনিধি জয়নাল আবেদীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সংবাদ দর্পনের প্রতিনিধি মেহেদী হাসান(মিসাদ),দপ্তর সম্পাদক পদে দৈনিক আজকের বার্তা/জনতার ইশতেহার প্রতিনিধি আজম খাঁন, কোষাধ্যক্ষ পদে বরিশালের আজকাল প্রতিনিধি সাইফুল ইসলাম(সাব্বির), গ্রন্থাগার বিষয়ক সম্পাদক পদে মোঃ তারিকুল ইসলাম(আরিফ) নির্বাচিত হয়েছেন।এছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে সানজিদা ইসলাম জুঁই,মোঃ তরিকুল ইসলাম, রাকিব হাসান,মোঃ সুজন,মোঃ শাহাদত হোসেন ও মোঃ বাকি বিল্লাহ নির্বাচিত হয়েছেন।বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি সুমাইয়া আখতার তারিন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় সাহসী লেখনী’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব গঠিত হয়েছিলো।পূর্বের মতই ক্যাম্পাস সাংবাদিকতার মানোন্নয়নে কাজ করবে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম সোহাগ বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা চর্চা করি।
শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক সংবাদ প্রকাশ করে থাকি। ভবিষ্যতেও বস্তুনিষ্ঠতা বজায় রেখে এগিয়ে যেতে চাই।’

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: