বরিশাল মহানগর বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট এবং দক্ষিণ জেলা বিএনপির ৪৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটির অনুমোদন দেওয়া হয়। মনিরুজ্জামান ফারুককে মহানগর বিএনপির কমিটির আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া কমিটিতে যুগ্ম আহ্বায়ক হয়েছেন আট জন।তারা হলেন—আলী হায়দার বাবুল, আলতাফ মাহামুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার জিয়া, কেএম শহিদুল্লাহ, হারুন অর রশিদ, হাবিবুর রহমান টিপু, শাহ আমিনুল ইসলাম আমিন ও মাকসুদুর রহমান মাকসুদ। সদস্য সচিব হয়েছেন মীর জাহিদুল কবির জাহিদ। এ ছাড়া ৩২ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক হয়েছেন অ্যাডভোকেট মো. মজিবুর রহমান নান্টু। সদস্য সচিব করা হয়েছে আকতার হোসেন মেবুলকে। বাকি ৪৫ জনকে সদস্য করা হয়েছে।
0 coment rios: