ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ১২টি জেলা করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। করোনা আক্রান্তের হার বৃদ্ধির ফলে হাসপাতালগুলোতে চাপ বেড়েছে নমুনা পরীক্ষার।
রাজধানীর ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে মঙ্গলবার সকাল ৯টা থেকে করোনা পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১ টা পর্যন্ত। হাসপাতালের আউটডোরে রয়েছে পরীক্ষা করাতে আসা রোগীদের ভিড়। রোগীরা জানান, সবারই রয়েছে উপসর্গ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকে এসেছেন পরীক্ষা করাতে। প্রতিদিন আউটডোর ও ইনডোর মিলিয়ে মোট ৩০০ জনের নমুনা পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
0 coment rios: