Tuesday, January 18, 2022

বরিশালবাসীকে শিরোপা দিতে চান সাকিব

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের শিরোপাটা বরিশালবাসীকে দিতে চান ফরচুন বরিশালের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। মঙ্গলবার (১৮ জানুয়ারি) দলের জার্সি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

বিপিএলের এবারের আসরে ফরচুন বরিশাল ব্যালেন্সড টিম হওয়ায় শিরোপা জেতা সম্ভব। দলটির জার্সি উন্মোচন শেষে এমনটাই জানিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। তবে টুর্নামেন্টে ডিআরএস না থাকাটা হতাশার বলেও জানান তিনি। এদিকে আসরে সবগুলো ভেন্যুতে স্পোর্টিং উইকেটের প্রত্যাশা করেছেন ফরচুন বরিশালের কোচ খালেদ মাহমুদ সুজন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাকিব বলেন, আমাদের দলটা মূলত একটা ব্যালেন্সড। এভাবেই আমি আর সুজন ভাই মিলে দলটা গড়েছি। ড্রাফটে যে প্লেয়ারদের পেয়েছি তাদের নিয়ে আমরা খুশি ছিলাম। এখনো খুশি আছি। এই দল নিয়ে বরিশালবাসীর জন্য রেজাল্ট আনা সম্ভব। খেলা শুরু হলে হয়তো কিছু কিছু ঘাটতি ধরা পড়তে পারে। তবে সেগুলো আমরা অতিক্রম করার চেষ্টা করব।

এবারের আসরে সাকিব নিজের দলকে ব্যালেন্সড মানলেও অন্য দলগুলোকে বাতিলের খাতায় ফেলে দিচ্ছেন না। বাকি পাঁচটি দলও ব্যালেন্সড বলে জানিয়েছেন তিনি। এ সম্পর্কে  সাকিব বলেন, বাকি যে দলগুলো আছে তারাও চাইবে চ্যাম্পিয়ন হতে। আমার কাছে মনে হয়েছে ওরাও ব্যালেন্সড দল। বিষয়টা হচ্ছে দিন শেষে মাঠে কে ভালো পারফর্ম করবে। আমাদের আশা থাকবে যেন ভালো খেলতে পারি।

এবারের আসরে থাকছে না ডিআরএস পদ্ধতি। যা দর্শকরা ভালোভাবে নিচ্ছেন না। খেলোয়াড়দের কাছে বিষয়টি কেমন লাগছে? এই প্রশ্নের উত্তরে সাকিব বলেন, দেখুন, ডিআরএস কিন্তু খুব বেশি দিন হয়নি এসেছে। এবারের আসরে এটা নেই। যদি থাকত তাহলে অবশ্যই ভালো হতো। না থাকাটা একটু হতাশার। আমার ধারনা বিসিবি তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। তারা আইসিসির সঙ্গেও যোগাযোগ করেছে। যেহেতু আনাই যাচ্ছে না তাই এটা নিয়ে বেশি কিছু বলার নেই। আশা করি খুব ভালো একটা টুর্নামেন্ট হবে।

খালেদ মাহমুদ সুজন বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে উইকেট খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চাই ভালো উইকেট হোক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: