Wednesday, January 19, 2022

বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে কঠিন জায়গা ক্রিকেট খেলার জন্য

ক্রিকেট খেলার জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গা বাংলাদেশ। এমনটিই বলছেন পৃথিবীর বিভিন্ন দেশে ক্রিকেট খেলা দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ল্যান্স ক্লুজনার।

২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবে কাজ করেন ক্লুজনার। এবার মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন খুলনা টাইগার্সের হয়ে কাজ করতে বাংলাদেশে এসেছেন তিনি। 

বুধবার মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের সঙ্গে আলাপে ক্লুজনার বলেন, মুশফিকের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। সে সম্ভবত বাংলাদেশের সবচেয়ে বুদ্ধিমান ক্রিকেট মস্তিষ্ক ও শক্ত মানসিকতার মানুষ। এই ধরণের মানুষের সঙ্গে কাজ করতে পারা সম্মানের। আমি তাকে সমর্থন করতেও অপেক্ষায় আছি।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৭১টি ওয়ানডে আর ৪৯টি টেস্ট ম্যাচে অংশ নিয়ে ৬টি সেঞ্চুরির সাহায্যে ৫ হাজার ৪৮২ রান সংগ্রহের পাশাপাশি পেস বোলিংয়ে ২০২ উইকেট শিকার করেন ল্যান্স ক্লুনজার। 

ক্রিকেট থেকে অবসরে কোচিংয়ে ক্যারিয়ার গড়া ৫০ বছর বয়সী এই সাবেক অলরাউন্ডার বলেন, ক্রিকেট খেলার জন্য বাংলাদেশ হচ্ছে এই গ্রহের সবচেয়ে কঠিন জায়গা। আমরা বিদেশি দলগুলোকে এখানে সংগ্রাম করতে দেখেছি। কাজেই বিপিএলে ভালো করতে হলে আমাদেরকে লোকাল ক্রিকেটারদের উপরই নির্ভর করতে হবে।

এক প্রশ্নের জবাবে ক্লুনজার বলেন, বিপিএল বিদেশিদের প্রভাবের টুর্নামেন্ট এটা আমি বিশ্বাস করি না। আমি বরং মনে করি এটা দেশিদের টুর্নামেন্ট। এটাই আমরা ফোকাস করছি। আমরা চেষ্টা করেছি সেরা লোকাল প্লেয়ারদের দলে নিতে। এর আগের আসরগুলোতেও দেখেছি দেশি ক্রিকেটাররাই ব্যবধান গড়ে দেয়। আমরা তাই বড় নাম নিয়ে উদ্বিগ্ন। দেশিদের নিয়ে খেলব, সেইসঙ্গে বিদেশিরাও এই পথে সাহায্য করবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: