মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা- প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ফরিদগঞ্জ উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরে তালুকদার প্লাজার ৩য় তলায় সেমিনার কক্ষে উক্ত সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি বাবু সমীর চন্দ্র দে’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হায়দার পাঠান টিপুর সঞ্চালনায় আয়োজিত সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভা শুরুতে উক্ত সংগঠনের প্রয়াত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করা হয়। পরবর্তিতে আলোচনায় ঔষধ প্রশাসনের নিয়ম নীতি পালন, করোনা কালীন সময়ে ব্যবসা পরিচালনার খেক্ষে সরকারী সকল দিক-নির্দশনা সংগঠনকে সকল পর্যায়ে উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের ফরিদগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি দীলিপ চন্দ্র দে, সাংগঠনিক সম্পাদক ফখরুল ইসলাম সবুজ, সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দেওয়ান, দপ্তর সম্পাদক চন্দন চন্দ্র দে, ক্রীড়া সম্পাদক বিপুল চন্দ্র দাস, কোষাদক্ষ ইব্রাহীম খলিল, সাংস্কৃতিক সম্পাদক নয়ন চন্দ্র দাস, সম্মানিত সদস্য রঞ্জন চন্দ্র দে, মিঠুন চন্দ্র দে, রাজু আহম্মদ, সাইফিুদ্দিন পাটওয়ারী, প্রলাশ চন্দ্র দে। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উক্ত সংগঠনের চান্দ্রা বাজারের সভাপতি ডা.মো. গিয়াস উদ্দিন, ফিরোজপুর বাজারের সভাপতি মোশারফ হোসেন, রূপসা বাজারের সভাপতি মাও. আব্দুস সাত্তার, সহ-সভাপতি খোকন দেবনাথ প্রমুখ।
ক্যাপশন: ফরিদগঞ্জে ক্যামিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আলোচনা সভায় বক্ত রাখছেন, সংগঠনের সাধারণ সম্পাদক আলী হায়দার টিপু পাঠান ।
0 coment rios: