বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়নে তানহা স্মৃতি নাইট শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মঙ্গলবার রাত ৯ টায় অনুষ্ঠিত হয়েছেন।
তানহা স্মৃতি নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন মুসকান টাইটান্স (কাঠালিয়া) এবং সিকদার একাদশ (বেতাগী) খেলায় সিকদার একাদশ প্রথমে ব্যাট করে ১২ ওভারে ১৩০ রানের টার্গেট জুড়ে দেন।
ব্যাট করতে নেমে মুসকান টাইটান্স ১২ ওভার শেষে ১১৮ রান সংগ্রহ করতে সক্ষম হয়। সিকদার একাদশ ১২ রানে বিজয়ী হয়।
উক্ত খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন আল হাসিবুর রহমান এবং মোহাম্মদ মাহবুব। স্কোরবোর্ডে ছিলেন সাইফুল ইসলাম।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী পৌরসভার মেয়র এবিএম গোলাম কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার, বেতাগী থানার সাবেক অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া, বেতাগী উপজেলা যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটন, মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল গাজী।
আরো উপস্থিত ছিলেন বেতাগী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ইরান, কোষাধক্ষ্য মোঃ সাদ্দাম হোসেন,বেতাগী পৌরসভা কাউন্সিলরসহ মোকামিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
উক্ত খেলার সভাপতিত্ব করেন তানহা টেক্সটাইল মিলস লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ড. মুহিব আহমেদ শাহিন।
0 coment rios: