আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। মেগা নিলামের এই তালিকায় আছেন ১২১৪ জন খেলোয়াড়। এর মধ্যে ৮৯৬ জন ভারতীয়, ৩১৮ জন বিদেশি ক্রিকেটার।
৩১৮ বিদেশি ক্রিকেটারের মধ্যে বাংলাদেশের ৯ জন ক্রিকেটার রয়েছেন। যুক্তরাষ্ট্রের ১৪ জন ক্রিকেটার, ওমানের ৩ জন, নেপালের ১৫ জন, নামিবিয়ার ৫ জন নিলামে রয়েছেন।
এছাড়াও আফগানিস্তানের ২০, অস্ট্রেলিয়ার ৫৯, ইংল্যান্ডের ৩০, আয়ারল্যান্ডের ৩, নিউজিল্যান্ডের ২৯, দক্ষিণ আফ্রিকার ৪৮, শ্রীলঙ্কার ৩৬, ওয়েস্ট ইন্ডিজের ৪১, জিম্বাবুয়ের ২, ভুটান, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের ১ জন করে ক্রিকেটার নিলামে আছেন।
এদিকে নিলামে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্যের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে আছেন বাংলাদেশের সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বিসিসিআই এখনো সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি। ফলে এখনো জানা যায়নি বাংলাদেশের বাকি ৭ জন ক্রিকেটারের নাম।
0 coment rios: