বরগুনায় রিফাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্ত্রী মিন্নি খালাস চেয়ে জেল আপিল করেছেন। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) এই আপিলের গ্রহণযোগ্যতার শুনানি হাইকোর্টের কার্যতালিকায় রয়েছে। এছাড়া খালাস চেয়ে মিন্নির করা ফৌজদারি আপিলের শুনানিও হতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, খালাস চেয়ে ফৌজদারি আপিল করে মিন্নি। হাইকোর্ট এটি গ্রহণ করেছেন। একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জরিমানা স্থগিত করা হয়েছে। এরপরই খালাস চেয়ে জেল আপিল করেছেন মিন্নি। জেল আপিলে শুনানি গৃহীত হলে একসঙ্গে দুটি আপিল ও মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের বিষয়ে ডেথ রেফারেন্সের শুনানি হতে পারে।
২০১৯ সালের ২৬ জুন মিন্নির সামনেই রিফাতকে কুপিয়ে জখম করে নয়ন বন্ড ও রিফাত ফরাজীর সহযোগীরা। গুরুতর আহত রিফাত পরে হাসপাতালে মারা যায়। এই ঘটনায় রিফাতের বাবা নয়ন বন্ডকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
২০২০ সালের ৩০ সেপ্টেম্বর বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে ৬ জনকে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। পাশাপাশি ৬ আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাকি ৪ জনকে খালাস দেওয়া হয়।
ওই বছর ৪ অক্টোবর ৬ আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে পৌঁছে। ৬ অক্টোবর মিন্নিসহ অন্য আসামিরা আপিল করে।
0 coment rios: