Wednesday, January 19, 2022

বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের পানিবাহি গাড়িতে আগুন

বরগুনার তালতলীতে ফায়ার সার্ভিসের অফিসে প্রবেশ মূহুতেই একটি পানিবাহি গাড়িতে অগ্নিকাণ্ড। এ সময় ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোষাক পুড়ে যায়।



বুধবার(১৯ জানুয়ারী) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নবনির্মিত ফায়ার সার্ভিস স্টেশন
ভবনের নিচে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়,এ উপজেলায় র্দীর্ঘ প্রতিক্ষার পরে নির্মিত হয় ফায়ার সার্ভিস স্টেশন। উদ্বোধনের অপেক্ষায় ছিলো এ স্টেশনটি। এ জন্যই আজ বুধবার বিকালে আমতলী থেকে ফায়ার সার্ভিস সদস্যসহ কর্মকর্তারা একটি পানিবাহি সহ তিনটি গাড়ি তালতলীতে রহনা হয়। এই তিনটি গাড়ির ভেতরে পানিবাহি গাড়িটি ফায়ার সার্ভিস স্টেশনে প্রবেশের মুহুর্তেই আগুন লেগে যায়। পরে স্থানীয়দের সহয়তায় গাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রনে আনা হয়। তবে গাড়িটি পিছনের দিক থেকে অর্ধেক ও ফায়ার সার্ভিস সদস্যদের গুরুত্বপূর্ণ জিনিস পত্রসহ বিছানা-পোষাক পুড়ে যায়। কিভাবে আগুন ধরেছে বা কি পরিমাণ ক্ষতি হয়েছে তা পরে জানানো হবে বলেও জানান তারা। তবে ফায়ার সার্ভিসে দাবি করেন আমতলী-তালতলী সড়ক খারাপ থাকায় গাড়িটি চালিয়ে আসায় মেশিন গরম হয়ে এমন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। এদিকে বাকি দুইটি গাড়ির কোনো সমস্য হয়নি।

স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, পিছন থেকে আগুনা লাগা অবস্থায় গাড়িটি অফিসের ভিতরে ঢোকে। এর পরে ফায়ার সার্ভিসের সদস্যরাসহ আমরা আগুনা নিয়ন্ত্রনে কাজ করি। গাড়িটির পিছনের দিকটা পুড়ে যায় ও  একটি মটর-মেশিন সম্পূর্ণ ছাই হয়ে যায়। এ ছাড়াও গাড়িতে থাকা সদস্যদের বিছানা-পোষাকসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।

বরগুনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক(চঃদাঃ) জাহাঙ্গীর আহমেদ বলেন, আপনারা এই নিউজটা করিয়েন না। তাহলে তালতলীর জন্য খারাপ হবে। আমি চাই দ্রুত এই ফায়ার সার্ভিস স্টেশনটি উদ্বোধন হোক। তিনি আরও বলেন কি কারণে আগুন লাগছে ও কি পরিমান ক্ষতি হয়য়ে তা খতিয়ে দেখছি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: