পারিবারিক কলহের জেরে প্রকৌশলী স্বামীকে কুপিয়ে জখম করেছে স্ত্রী তাহমিনা আক্তার। বরিশাল গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আবুল খায়ের সুমনকে গতকাল বৃহস্পতিবার রাতে শহরের বাংলাবাজার এলাকার বাসায় কোপানো হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি পুলিশ ঘটনাস্থল ও মেডিকেল পরিদর্শন করলেও হামলাকারী স্ত্রীকে আটক করতে পারেনি।
পুলিশ ও বিভিন্ন সূত্রে জানা যায়, উপ-সহকারি প্রকৌশলী আবুল খায়ের সুমন ব্যক্তিগত জীবনে দুটি বিবাহ করলেও উভয় স্ত্রীকে নিয়ে দুটি স্থানে রেখে বসবাস করে আসছিলেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে সুমনের পশ্চাৎ অংশে বটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে বড় স্ত্রী তহমিনা আক্তার। এতে সুমন রক্তাক্ত হলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে পুলিশ আসলে এবং পরিস্থিতি বেগতিক অনুমানে নিয়ে হামলাকারী স্ত্রী আত্মগোপন করেন।
0 coment rios: