সড়ক-মহাসড়কে দুর্ঘটনার ব্যাপকতা যেন কিছুতেই রোধ করা যাচ্ছে না। ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী বাস উল্টে আহত ১২।
রবিবার (২৩ জানুয়ারি) সকাল ছয়টায় বরগুনা সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় ঢাকা
থেকে বরগুনার উদ্দেশ্যে সোনার তরী যাত্রীবাহী সকালে ১৫ জন যাত্রী নিয়ে সদর উপজেলার ৩ নম্বর ইউনিয়নের গলাচিপা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে উল্টে পড়ে যায়। এতে ১২ জন যাত্রী আহত হওয়ার খবর জানা যায়। আহত ব্যক্তিদের বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বরগুনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক(চঃদাঃ) জাহাঙ্গীর আহমেদ।
0 coment rios: