Wednesday, January 19, 2022

বরিশালে শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানে জন্মদিন উপলক্ষে দোয়ামনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে



মোঃসিরাজুল হক রাজু,
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের ৮৬তম জন্ম বার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ও জেলা বিএনপি পৃথকভাবে কোরান খতম, আলোচনা সভা এবং দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই কোরান খতম, আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।মহানগর বিএনপির আহবায়ক মো. মনিরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর যুগ্ম আহবায় এ্যাড, আলি হায়দার বাবুল,মহানগর স্বেচ্ছাসেবকদল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু,বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মহানগর ছাত্রদল নেতামাহমুদ হাসান তানজিল। এছাড়া কোরান খতমের আয়োজন করে মহানগর বিএনপি।এর আগে দলীয় কার্যালয়ের দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহবায়ক এ্যাড, মজিবর রহমান নান্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব এ্যাড, আকতার হোসেন মেবুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি সাংঘঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড, বিলকিস জাহান শিরিন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: