Thursday, February 3, 2022

বরিশালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সংগঠন নিন্দা ও এর সাথে জরিতোদের গ্রেফতারের আবেদন জানিয়েছে ন।


মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।


পেশাগত দায়িত্ব পালনের সময় বরিশাল আদালত প্রাঙ্গণে চিত্র সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেনসহ সব সদস্যরা এমন ন্যক্কারজনক হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।এছাড়া বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে পেশাগত দায়িত্ব পালনকালে আইনজীবী সহকারী ও চেয়ারম্যানের ভাড়াটে লোকজনের হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব। ওই বিবৃতিতে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস ও সাধারণ সম্পাদক মিথুন সাহা সব সদস্যদের পক্ষে বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যক্কারজনক।
আদালত চত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিআরইউ নেতারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় বিআরইউ। অপরদিকে এ ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশালের সভাপতি সাইফুর রহমান মিরণ, সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ ইউনিয়নের সদস্যরা।
এছাড়া বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা ও সাধারন সম্পাদক ওই হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ওই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।এদিকে একই দাবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ)। এক বিবৃতিতে ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চিফ অ্যাসোসিয়েশন (এনডিবিএ) সভাপতি পুলক চ্যাটার্জী ও সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিনসহ সংগঠনের সদস্যরা, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল অনলাইন প্রেসক্লাব, বরিশাল তরুণ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: