বরগুনার তালতলীতে মুদি মনোহারী মালামাল নিয়ে একটি মালবাহী ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা ৪ জনকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার ছোটবগী ইউনিয়নের খালগোড় নামক এলাকায় ট্রলার ডুবির এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা থেকে মালামাল নিয়ে ট্রলারটি বরগুনা খাল ঘাট থেকে ছেড়ে তালতলীর জেডি ঘাটের উদ্দেশে যাওয়ার সময় খালগোড়া এলাকায় ট্রলারটি ডুবে যায়।
ট্রলার মালিক মো. জামাল জানায়, সপ্তাহের হাটের মালামাল নিয়ে শনিবার বিকেলে বরগুনা থেকে তালতলী আসার সময় চরের সাথে ধাক্কা লাগে। ঠিক তখনই হঠাৎ কাত হয়ে খালে তলিয়ে যায়। ট্রলারটিতে বিভিন্ন পণ্যের মালামাল ছিল যার আনুমানিক মূল্য হবে প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা।
0 coment rios: