মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিদ্যুৎ শ্রমিক নেতা ও কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম জাফরুল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণের আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড. মজিবুর রহমান নান্টু।এসময় নান্টু বলেন, আজ অগণতান্ত্রিক সরকারের পায়ের তলার মাটি নেই আজ এই সরকারের সময়ে দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলেই বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে তারা ভয় পায় বলে ঢাকায় রাজ পথে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ও সাধারন মানুষকে সচেতনতা করার লিফলেট বিতরণকালে প্রতিহিংসার অনৈতিকভাবে ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে গ্রেফতার করেছে।
তিনি পুলিশ বাহিনীকে প্রশ্ন রেখে বলেন ইসরাকের বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থেকেই থাকে তাহলে এতদিন কেন তাকে গ্রেফতার করেননি সেতো পালিয়ে ছিলোনা। আমরা অবিলম্বে ইসরাক হোসেনের নিঃশর্ত মুক্তি সহ এই সরকারের অরাজনৈতিক কর্মকান্ডের তিব্র নিন্দা জানান।তাই আগামীতে কেন্দ্রীয় বিএনপি থেকে যে কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচিতে শ্রমিকদল সক্রিয়ভাবে রাজপথে লড়াই ও আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহন করার আহবান জানান।এসময় তিনি আরো বলেন জাতীয়তাবাদী দলের সকল সংগ্রামী সদস্যদের মৃত্যু নেই তারা ছিলেন আজও আমাদের হৃদয়ের মাঝে আছে আমরা সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক এমজি ফারুক, জেলা বিএনপি সদস্য এ্যাড. তারেকুল ইসলাম শাহিন, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিকদল সহ-সভাপতি মোঃ নান্নু মিয়া, জেলা প্রচার সম্পাদক জয়নাল আবেদিন বাচ্চু, মহানগর শ্রমিকদল সদস্য তারেকুল ইসলাম তারেক, মাসুম হাসান, উজিরপুর পৌর শ্রমিক দল সভাপতি মোঃ সোলাইমান মিয়া প্রমুখ। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা সহ দেশব্যাপি নিহত শ্রমিকদলের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী।
0 coment rios: