অনুষ্ঠিতব্য অনুর্দ্ধ একাডেমি ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণকারী বদনিখালী একাদশ ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাজে জার্সি প্রদান করেছেন তারুণ্যের বুড়ামজুমদার সংগঠন।
শুক্রবার (১০ জানুয়ারি বিকাল ৫টায় বদনিখালী মাঠে বসে তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনে পক্ষ থেকে বদনিখালী একাদশ ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদান করেন ।
১১ জানুয়ারি অনুর্দ্ধ ২১ একাডেমি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর খেলায় মমতা ক্রিকেট একাডেমি কাউনিয়া একাদশ এর সাথে মুখো-মুখি হবে বদনিখালী একাদশ ক্রিকেট একাডেমি।ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের মাঝে এ জার্সি প্রদানকালে উপস্থিত ছিলেন তারুণ্যের বুড়ামজুমদার সংগঠনে সম্মানীত সদস্য বৃন্দ গন।
এসময় সংগঠনে সভাপতি বিজয়ের লক্ষ্যে খেলোয়াড়দের জন্য দোয়া করেন এবং সেই সাথে ক্রিকেটে বদনিখালী একাদশ কে সুনাম ধরে রাখতে ক্রিকেট একাডেমির খেলোয়াড়দের চ্যাম্পিয়ন হওয়ার আহবান জানানএসময় বদনিখালী একাদশ ক্রিকেট একাডেমির কর্মকর্তা খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এসময় সংগঠনের সম্পাদক বলেন আমরা প্রতিটি তরুন ক্লাব কে খেলাধুলার প্রতি উৎসহিত করি এবং খেলা দুলার প্রোয়োজনিও সরঞ্জাম দিয়ে আমরা সার্বিক সহযোগিতা করব বলে আর্শাশ দেন।
0 coment rios: