অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব “মানুষ মানুষের জন্য" দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাড়াঁনো। শীত বস্ত্র বিতরণ শুধুমাত্র অসহায় মানুষের প্রতি করুণা নয়,তাদের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত।
হিলফুল ফুজুল যুব সংঘ বলইবুনিয়া এর উদ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কালে বক্তারা একথা বলেন। সুবিধা বঞ্চিত অসহায় ও দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ উদ্ভোবন কালে উপস্থিত ছিলেন
বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা
জনাব মোঃ আনিচুর রহমান এবং সংগঠনের পরিচালক ও বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ দুলাল মিয়া
ও এলাকার গনমান্য ব্যাক্তি বর্গ উদ্ভোবন ও দোয়া অনুষ্ঠান শেষে তালিকা ধরে বাড়ি বাড়ি কম্বল পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতিঃ ইবনে দীনার রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদকঃ রুপম বেপারী, সাংগঠনিক সম্পাদকঃ মোঃ তরিকুল ইসলাম জিসান এবং সংগঠনের আরও সদস্য বৃন্দ।
এ সময় সংগঠনে সভাপতি বলেন অসহায় পরিবারের মাঝে শীতের কম্বল দিয়ে হাসি ফোটাবার চেষ্টা।শীতের শুরুতেই এই পরিকল্পনা নি আমরা এবং বাস্তবায়ন করি। এবং সাংগঠনিক সম্পাদক মেসেজ দেন #আসুন আমরা শীতার্ত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই।
হিলফুল ফুজুল যুব সংঘ বলইবুনিয়া এর সেবা পৌছে জাক প্রতিটি ঘরে ঘরে। তাদের জন্য শুভকামনা ও দোয়া রইলো।

0 coment rios: