বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গঠিত হয়েছে ১৯৮৪ সালে। শিল্পীদের কল্যাণে গঠন করা হয়েছিল চলচ্চিত্র শিল্পীদের এ সংগঠনটি। এখন পর্যন্ত মোট ১৬ বার এ সমিতির বিভিন্ন কমিটির মালাবদল হয়েছে।

রিয়াজ। ছবি: সংগৃহীত
শিল্পী সমিতির ১৭তম দ্বিবার্ষিক নির্বাচন ২৮ জানুয়ারি। এবারের নির্বাচনে কাঞ্চন-নিপুণ প্যানেলে সহ সভাপতি পদে লড়বেন চিত্রনায়ক রিয়াজ। শিল্পী সমিতির বিভিন্ন ইস্যুতে বেশ সরব তিনি।সমিতির বিভিন্ন অনিয়ম, অভিযোগ নিয়ে কথা বলেছেন রিয়াজ। সময় সংবাদকে তিনি বলেন, অনিয়ম-অভিযোগ নিয়ে কিছু বলতে চাই না। আমরা যদি দায়িত্ব পাই, শিল্পীরা যদি ভালোবেসে আমাদের দায়িত্ব দেন তাহলে আমরা চুলচেরা হিসাব রাখব। আমরা জানি কীভাবে হিসাব রাখতে হয়, অডিট কীভাবে করতে হয়, বিল-ভাউচার কীভাবে তৈরি করতে হয়। আমরা স্বচ্ছতা রাখতে চাই।
তিনি আরও বলেন, একটা সময় পরে শিল্পী সমিতিতে বসে থাকার কিছু নেই। রাত ১টা-২টার পর শিল্পী সমিতিতে বসে থাকার কিছু নেই। আমাদের সবারই নিজস্ব পরিবার আছে। পরিবারের পাশাপাশি সবচেয়ে বড় পরিবার শিল্পীরা। তাদের পাশে থাকার জন্য যা কিছু দরকার করব।
নির্বাচনের মাঠে আছেন মিশা-জায়েদ প্যানেল। জয়ের ব্যাপারে বেশ আশাবাদী তারা। এ প্যানেলে যুক্ত হয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। নতুন-পুরাতন শিল্পীদের নিয়েই গঠিত হয়েছে এবারের নির্বাচনের দুই প্যানেল।এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরজাদা শহীদুল হারুন। নির্বাচন কমিশনার হিসেবে আছেন বিএইচ নিশান ও জাহিদ হোসেন। আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। তার সঙ্গে আছে মোহাম্মদ হোসেন ও মোহাম্মদ হোসেন জেমী।
0 coment rios: