শুটিং শিডিউল থেকে শুরু করে মুক্তি সারাবিশ্বেই সিনেমা বাজারে বিশাল এক প্রভাব সৃষ্টি করেছে কোভিড-১৯। ঠিক একই ভাবে প্রভাবশালী সিনেমা ইন্ডাস্ট্রি বলিউডও করোনা থাবায় জর্জরিত। বিশেষজ্ঞদের মতে, বলি বিনোদন ইন্ডাস্ট্রি হাজার কোটি টাকার ক্ষতির মুখে দিন গুনছে।

ছবি: সংগৃহীত
বাণিজ্য বিশেষজ্ঞ জোগিন্দার টুটেজার মতে, প্রতি ত্রৈমাসিকে বক্স-অফিস আয়ের পরিপ্রেক্ষিতে কমপক্ষে ১০০০ কোটি টাকার লোকসানের মুখোমুখি হচ্ছে। সাধারণত, এক বছরে বক্স অফিস থেকে ৪০০০ কোটি টাকারও বেশি আসে। কিন্তু প্রতি মাসেই টাকা খোয়াচ্ছে বক্স অফিস।বক্স অফিসের গণনা মোতাবেক প্রথম ত্রৈমাসিকে ১৫০০ কোটির বেশি লোকসানের দিকে এগিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রি। সংকটের কারণে, বছরের প্রথম মাসের যে সিনেমা উৎসব থাকার কথা তা সপ্তাহ শেষ হতে না হতেই হাওয়া। এমনটায় জানিয়েছেন প্রযোজক ও বাণিজ্য বিশেষজ্ঞ গিরিশ জোহার।
২০২১ এর ডিসেম্বরে শাহিদ কাপুরের 'জার্সি' সিনেমাই প্রথম করোনা মহামারির কারণে মুক্তির তারিখ পিছিয়ে দেয়। তারপর থেকে 'আরআরআর', 'রাঁধে শ্যাম' এবং 'পৃথ্বীরাজ' এর মতো সিনেমা মুক্তিও পিছিয়ে যায়। এছাড়া 'মেরি ক্রিসমাস', 'পাঠান', 'টাইগার ৩', 'লাইগার', 'রকি আউর রানি কি প্রেম কাহানি' সিনেমাগুলোর আউটডোর শিডিউলেও প্রভাব পড়ে। মুম্বাই এবং ভারতের বেশিরভাগ অংশ জুড়ে বিধিনিষেধের কারণে শুটিং করা বেশিরভাগ চলচ্চিত্রকে তাদের সময়সূচি বাতিল এবং স্থগিত করতে হয়েছে, যার ফলে খরচ বেড়েছে। প্রদত্ত টাইমলাইনে এই চলচ্চিত্রগুলি সরবরাহ করা একটি কঠিন কাজ হতে চলেছে বলে জানান 'মিশন মজনু' চলচ্চিত্রের প্রযোজক আমার বুটালা।
এদিকে, ডেলয়েট ইন্ডিয়ার মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিষয়ক নেতা জেহিল ঠাক্কারের মতে, মূলধন এবং নগদ প্রবাহের কথা চিন্তা করলে একটি বড় ক্ষতির আশংকা রয়েছে৷ এছাড়াও মূল শিডিউল বাতিল করা হয়েছে সেগুলিও উচ্চ মূল্যের। ক্ষতি হবে শত শত কোটি টাকা। তবে এর সঠিক পরিসংখ্যান কারও কাছে নেই।
0 coment rios: