মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
পৌরসভার দিন অতিবাহিত করে ২০০০ সালে ঘোষণা হয় বরিশাল সিটি কর্পোরেশন। ৩০টি ওয়ার্ড নিয়ে গঠিত ৫৮ বর্গ মাইলের এই সিটি কর্পোরেশন এলাকা গত প্রায় ২২ বছরেই পাল্টে গেছে। রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, বহুতল ভবন এবং সরকারি ও বেসরকারি উন্নয়নে
নতুন রূপ পেয়েছে বরিশাল নগরী।তবে সিটি কর্পোরেশন ঘোষণার গত ২২ বছরেও বরিশালে গঠিত হয়নি ‘নগর উন্নয়ন কর্তৃপক্ষ’। সিটি কর্পোরেশন থেকে অনুমোদিত নকশা’র ওপর ভিত্তি করেই হয়েছে সব ধরনের উন্নয়ন। তবে বিভিন্ন সময় অপরিকল্পিত নগরায়ণের অভিযোগ ওঠে সিটি কর্পোরেশনের বিরুদ্ধে। তাই ‘বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ’র দাবি জোড়ালো হতে থাকে।বরিশাল নগরবাসীর সেই দাবি আজ বাস্তবে রূপ নিতে চলেছে। বরিশালসহ দুটি সিটি এলাকায় পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে গঠন হচ্ছে ‘বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ’। এরি মধ্যে গণশুনানীর জন্য ‘নগর উন্নয়ন কর্তৃপক্ষ’ আইনের খসড়া তৈরি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। ১৫ পাতার এই খসড়া আইনটি প্রকাশ হয়েছে মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েব সাইটে।আইনটি চূড়ান্ত করতে নগরবাসীর জনমত গ্রহণ করছে সরকার। আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ওয়েব সাইটের মাধ্যমে মতামত জানাতে বলা হয়েছে নগরবাসীকে। সকলের সুচিন্তিত মতামতের ওপর ভিত্তি করেই আইনটি চূড়ান্ত করা হবে। এমনটাই জানানো হয়েছে গৃহনায়ক ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) কাজী ওয়াছি উদ্দিন।
গত ২৫ জানুয়ারি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত খসড়া আইনে মোট আটটি অধ্যায় রয়েছে। আইনের শুরুতে বলা হয়েছে, ‘যেহেতু বরিশাল ও উহার সন্নিহিত এলাকা সমন্বয়ে আধুনিক, সুপরিকল্পিত শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে একটি কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা সমীচীন ও প্রয়োজনীয়। সেহেতু এতদ্বারা আইন প্রণয়ন করা হলো।
আইনের প্রথম অধ্যায় ‘প্রারম্ভিক’ বলা হয়েছে, ‘এই আইন বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২২ নামে অভিহিত হবে। আইনের দুই নং ক্রমিকে বলা হয়েছে, এই আইন বরিশাল সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার, সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা, উক্ত সিটি কর্পোরেশন এলাকা সংলগ্ন যেসকল এলাকা নির্ধারণ করিবে সেই সকল এলাকায় প্রযোজ্য হইবে। ইহা অবিলম্বে কার্যকর হইবে বলে তিন নং ক্রমিকে উল্লেখ করা হয়েছে। তাছাড়া আপাতত বলবৎ অন্য কোন আইনে যাহা কিছুই থাকুক না কেন, এই আইনের বিধানাবলী প্রাধ্যান্য পাইবে বলে চার নম্বর ক্রমিকে উল্লেখ করা হয়েছে।
এছাড়া দ্বিতীয় অধ্যায়ে ‘কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, ইত্যাদি’ তৃতীয় অধ্যায়ে ‘মহাপরিকল্পনা, উন্নয়ন প্রকল্প, ইত্যাদি’ চতুর্থ অধ্যায়ে ‘ভূমি ক্রয়, লিজ, অধিগ্রহণ, উন্নয়ন কর’ পঞ্চম অধ্যায়ে ‘তহবিল, হিসাবরক্ষণ’ ষষ্ট অধ্যায়ে ‘কর্মচারী নিয়োগ’ সপ্তম অধ্যায়ে ‘অপরাধ, দণ্ড, বিচার’ অষ্টম অধ্যায়ে ‘বিবিধ’তে সাজানো হয়েছে।‘আইন সম্পর্কে গত ৩০ জানুয়ারি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) কাজী ওয়াছি উদ্দিন স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার “বরিশাল নগর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০২২” প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্দেশ্যে উক্ত আইনের খসড়া গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় কর্তৃক প্রস্তুত করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ওয়েব সাইটে (www.mohpw.gov.bd) প্রকাশ করা হয়েছে।সকাল সম্মানিত নাগরিককে বর্ণিত খসড়া আইনটি এ প্রতিষ্ঠানের ওয়েব সাইটে পর্যবেক্ষণ করতে এবং আইনটি যাতে আরও সুন্দর বাস্তবসম্মত এবং সর্বসাধারণের প্রয়োজন মিটাতে সক্ষম হয় সেজন্য প্রয়োজনীয় মতামত/পরামর্শ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন-২) কাজী ওয়াছি উদ্দিন বরাবর অথবা (sasadmin6(Emohpw.gov.bd) বা mailto:ec6@gmail.com ঠিকানায় আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রেরণ করার জন্য অনুরোধ করা হলো।
0 coment rios: