বরগুনায় ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার বিষখালী নদীতে অভিযান চালিয়ে এসব পোনা জব্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, পাথরঘাটার পদ্মা এলাকায় মাছ ধরার ট্রলারে ১০ জন জেলে পাইসা মাছের পোনা ধরছে- এমন খবর পেয়ে বিকেলে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করা হয়।
এরপরে উপজেলা মৎস্য বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে জব্দ করা পোনাগুলো বিষখালী নদীতে অবমুক্ত করা হয়। পরে ভবিষ্যতে এমন কাজ আর করবে না বলে মুছলেকা নিয়ে আটক জেলেদের ছেড়ে দেওয়া হয়।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট হারুন-অর-রশীদ বলেন, পাথরঘাটার বিষখালী নদীর তীরবর্তী পদ্মা এলাকায় অভিযান চালিয়ে ২ কোটি ৫ হাজার ৪০০ পিস পাইসা মাছের পোনাসহ ১০ জেলেকে আটক করা হয়। পোনাগুলো পুনরায় নদীতে ছেড়ে দেওয়া হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
0 coment rios: