Tuesday, February 15, 2022

বরগুনায় ৮ নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

বরগুনার ৮ জন নারী মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মাননা দেওয়া হয়।

মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার স্বীকৃতস্বরূপ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের মোট ৬৫৪ নারী মুক্তিযোদ্ধাকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয়ভাবে সম্মাননা দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় বরগুনার ৮ নারী মুক্তিযোদ্ধাকেও সম্মাননা স্মারক দেওয়া হলো।


সম্মাননাপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন- তালতলী উপজেলার বড়বগী ইউনিয়নের দিপ্তী রাণী পাল, পাথরঘাটা উপজেলার হোগলাপাশা গ্রামের হাসি রাণী অধিকারী, চরদুয়ানী গ্রামের লাইলী বেগম, বিরলা রাণী, পুষ্পরাণী মিস্ত্রী, সালেহা খাতুন, কাকচিড়ার রূপদোন গ্রামের তরুণ বালা ও বরগুনা সদর উপজেলার সেতারা বেগম।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে বরগুনার জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জেলার নারী মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেন।

মহিলাবিষয়ক অধিদপ্তর বরগুনার উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নীর সঞ্চালনায় জেলা প্রশাসক ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন- বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মেহেদী হাসান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ মিয়া, জেলা এনজিও ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব মৃধা, জাতীয় মহিলা সংস্থা বরগুনার চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা।

উল্লেখ্য, কেন্দ্রীয়ভাবে রাজধানী ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে সম্মাননা প্রদান অনুষ্ঠানটি একই সময়ে দেশের সব জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: