বরগুনার পাথরঘাটায় অগ্নিকাণ্ডে মনির গাজী (৪৫)নামে এক ব্যাক্তির বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে পাথরঘাটার নাচনাপাড়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মনির গাজীর বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনে বসতঘর পুড়ে সম্পূর্ণ ভস্মিভূত হয়ে যায়। ঘরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে করে প্রায় ৪ লক্ষাধিক টাকার সমমূল্য ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
এ ব্যাপারে স্থানীয় মানিক হাওলাদার জানান, মনির গাজী তার মামাতো বোনের বোনের স্বামীর মৃত্যুর খবর পাওয়ায় তাদের বাড়িতে থাকায় মনির গাজীর নিজের বসতঘর তালাবদ্ধ রেখে চলে যান। স্থানীয়রা আগুন দেখতে পেয়ে মনির গাজীকে জানালে তাৎক্ষণিক বাড়ির উদ্দেশ্যে চলে আসে পরবর্তীতে স্থানীয় লোকজন মিলে আগুন নেভানোর চেষ্টা করে। তিনি আরো বলেন বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটতে পারে।
এ ব্যাপারে পাথরঘাটা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আবু জাফর বিডি২৪লাইভকে জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণ করেন। তাঁর আগেই তাঁদের ঘরের সব জিনিসপত্র পুড়ে যায়। ধরণা করা হচ্ছে বৈদ্যুতিক সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক কয়েক লক্ষাধিক টাকার মতো ক্ষয়ক্ষতি হয়।
0 coment rios: