Tuesday, February 22, 2022

আজ বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পলন।


মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।

এগারো পেরিয়ে বার বছরে পদার্পণ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়। করোনা সংক্রমণের কারণে সীমিত পরিসরে ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে বিশ্ববিদ্যালয় পরিবার। আজ মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলনের পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।এ সময় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডীন প্রফেসর ড. মো. মুহসিন উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক ড. মো. আবদুল বাতেন চৌধুরী, প্রক্টর ড. মো. খোরশেদ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা।প্রতি বছর নানা আয়োজনে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হলেও করোনার কারণে এ বছর সীমিত পরিসরে দিবসটি পালন করা হয়। তারপরও প্রত্যাশা ও প্রাপ্তিতে সন্তুষ্ট শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় দিবসে বরিশাল বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মান সম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন। দিবসটি পালন উপলক্ষে বিকালে এক ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।প্রসঙ্গত, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি বরিশাল সদর উপজেলার কর্নকাঠীতে কীর্তনখোলা নদীর তীরের ৫০ একর জমির উপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। ২০১২ সালের ২৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে ৬টি অনুষদের অধীনে ২৪টি বিভাগে প্রায় ৯ হাজার শিক্ষার্থী রয়েছে। এছাড়া ১৯০ জন শিক্ষক, ১০৫ জন কর্মকর্তা এবং ১৫৬ জন কর্মচারী রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: