মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়নসহ ৮ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে শিক্ষকরা।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের ব্যানারে মাববন্ধন শেষে একই দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বেলা ১২টায় জেলা কমিটির ব্যানারে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।সংগঠনের উপদেষ্টা আবদুল কাদের মালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলার আহবায়ক জিয়াউল হক, যুগ্ম আহবায়ক মো. বশিরুল্লাহ আতাহারী, মো. শাহজালাল হাওলাদার ও মো. ইউনুচসহ অন্যান্য নেতৃবৃন্দ।মানববন্ধনে বক্তারা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা নীতিমালা-২০১৮ বাস্তবায়ন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ডাটা বেইজ চূড়ান্ত করা, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থাগিতাদেশ প্রত্যাহার, রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো বোর্ডের কোডের অন্তর্ভুক্তকরণ, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তির ব্যবস্থাকরণ, প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ১ জন অফিস সহায়কের পদ সৃষ্টি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণীর সমাপনী পরীক্ষার অটোপাশের প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।মানববন্ধন শেষে জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের মাধ্যমে প্রধামনন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
0 coment rios: