মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
এবছর বরিশালে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলার প্রধান আকর্ষণ মরুর দেশের গারল (দুম্বা)। এছাড়াও মেলায় বিভিন্ন ধরনের প্রাণিদের দেখতে দর্শনার্থীদের ভীড়।বুধবার দুপুর ১২ টায় দিকে ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নগরীর নবগ্রাম রোডে প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর উদ্বোধন করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মোঃ নুরুল আলম, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, বরিশাল যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবদুল কাদের, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসির উদ্দীন আহমেদ, ডেইরি ফার্মের উপ পরিচালক মোঃ আনিসুজ্জামান, পোল্ট্রি খামারের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম খাঁন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার বিশ্বাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২২ এর প্রদর্শনীতে অংশগ্রহনকারী খামিরিদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এদিকে মেলায় ষাঁড় গরু, দুধের গরু, গারল, খরগোশ, বাজুরিকা পাখি, কুকাটেল পাখি, বিভিন্ন প্রজাতির কবুতর, ডায়মন্ড ঘুঘু, প্রিন্স পাখি, পাকিস্তানি মুরগি, ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, বিভিন্ন প্রজাতির ছাগল, টার্কি হাঁস, চিনা হাঁস, রাজহাঁস, পাতিহাঁসের স্টলসহ মোট ৩০ টি প্রাণির প্রদর্শনী স্টল রয়েছে।
তবে এ বছর মেলার প্রধান আকর্ষণ হলো মরুর দেশের গারল। মরুর দেশের গারল একনজর দেখার জন্য স্টলের সামনে দর্শনার্থীদের ভীড় সবচেয়ে বেশি।
0 coment rios: