মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
স্বাধীনতার পঞ্চাশ বছর পর মাথা গোঁজার ঠাঁই পাচ্ছেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু। ইতোমধ্যে তাকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। জমি ও ঘর দিতে কার্যক্রম শুরু হয়েছে। রোববার (০৬ ফেব্রুয়ারি) বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার বিষয়টি নিশ্চিত করেন।জেলা প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে কোনো মানুষ ভূমিহীন ও গৃহহীন থাকবে না। এখন পর্যন্ত সারাদেশে ১ লাখ ২৬ হাজার ঘর দেওয়া হয়েছে। ৯ লাখ পর্যন্ত গৃহহীনদের ঘর দেওয়ার পরিকল্পনা রয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা করে ঘর বরাদ্দ রয়েছে। সেই ঘরগুলো অনেক বেশি উন্নতমানের।জসীম উদ্দিন হায়দার বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জেনেছি আনোয়ার হোসেন আনু অর্থনৈতিকভাবে অসচ্ছল। প্রাথমিকভাবে তাকে অর্থ সহায়তা করা হলো। প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন, একজন মুক্তিযোদ্ধাও যেন অনাহারে, অর্ধাহারে, কষ্টে না থাকেন। যারা মুক্তিযোদ্ধা রয়েছেন, যাদের জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছি, তাদের কাছে আমাদের দায় আছে। আমরা বীর মুক্তিযোদ্ধাদের যে কোনো কষ্টে বা প্রয়োজনে সব সময়ে পাশে আছি।তিনি বলেন, আনোয়ার হোসেন আনু যেন ঘর ও জমি পান সেই ব্যবস্থা গ্রহণে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বলেছি। যেকোনো কারণেই হোক তিনি স্বীকৃতি পাননি। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, যেন পরবর্তী তালিকায় তার নাম আসে। এছাড়া আনোয়ার হোসেন আনুকে সব ধরনের সহায়তায় জেলা প্রশাসন পাশে থাকবে।
চলতি বছরের ২৬ জানুয়ারি অনলাইন নিউজ পোর্টালে ‘বীর মুক্তিযোদ্ধা ফেরি করেন মধু, স্ত্রী করেন ঝিয়ের কাজ’ শিরোনামে ভিডিওসহ সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে জেলা প্রশাসনের নজরে আসে। বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুকে অর্থ সহায়তা ও ঘর দেওয়ার উদ্যোগ নেন জেলা প্রশাসক।সমাজসেবা অধিদপ্তরের প্রবেশন কর্মকর্তা সাজ্জাদ পারভেজ বলেন, ঢাকা পোস্টে প্রকাশিত সংবাদটি নজরে আসে জেলা প্রশাসক স্যারের। তিনিই আমাকে খোঁজখবর নিতে বলেন। সরেজমিনে গিয়ে দেখি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনু অসহায় অবস্থায় মধু বিক্রি করে দিন যাপন করছেন। জেলা প্রশাসক স্যারকে জানালে তিনি তাৎক্ষণিক অর্থ সহায়তা করেন এবং প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের জমি ও ঘর উপহার দিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ করতে বলেন।সাজ্জাদ পারভেজ বলেন, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আনুর জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সার্বিক প্রক্রিয়া শেষে তার হাতে টাকা তুলে দেওয়া হবে।
0 coment rios: