Monday, February 7, 2022

ফরিদগঞ্জে পূর্ব বিরোধে যুবককে কুপিয়ে জখম ॥ মামলা দায়ের ॥ আটক-২


মোঃ এনামুল হক ( খোকন) পাটওয়ারী
ফরিদগঞ্জ উপজেলা- প্রতিনিধি 


চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ব বিরোধকে কেন্দ্র করে এক যুবককে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এই ঘটনায় ৫ জনকে বিবাদী করে থানায় মামলা হলে পুলিশ উক্ত ঘটনায় প্রধান অভিযুক্তসহ ২ জনকে আটক করে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গুপ্টি গ্রামের দত্তের বাড়ীতে ৩ ফেব্রুয়ারী বৃস্পতিবার সন্ধ্যায়। 
মামলার বিবরনে জানা যায়, অভিযুক্তরা ওই গ্রামের বিভিন্ন নিরিহ মানুষের সাথে কারনে অকারনে বিভিন্ন তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছে। শুধু তাই নয়, অভিযুক্তরা একই বাড়ীর বাসিন্দা ভুক্তভোগী মো.সুজন ভাটকে বিভিন্ন সময় মারধর করে। এনিয়ে একাধিকবার স্থানীয় ইউনিয়ন পরিষদ ও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এইসব অভিযোগে স্থানীয় পঞ্চায়েতের উপস্থিতিতে অভিযুক্তরা মুচলেকা ও অর্থদন্ড দিয়ে আপোষ নিমাংসা করে। এরই ধারাবাহিকতায় পুনরায় গত ৩ ফেব্রুয়ারী বৃস্পতিবার সন্ধ্যায় অভিযুক্তরা ভুক্তভোগীকে পথেমধ্যে একা পেয়ে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ভুক্তভোগীর মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। অভিযুক্তদের অতর্কিত হামলায় নিরিহ অটোরিক্স শ্রমিক সুজন মাথায় মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। পরে তার ডাকচিৎকারে আশে পাশের মানুষজন এগিয়ে এসে ঘটনার দিন রাতেই ভিক্টিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে ঘটনার শিকার সুজন বাদী হয়ে ৬ফেব্রুয়ারী ওই ঘটনায় প্রধান অভিযুক্ত  মিজানুর রহমান মিজু(৪৫)ও তার আরো ৪ সহোদরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। মামলাটি আমলে নিয়ে ৬ ফেব্রয়ারী রাতে অভিযুক্তদের বাড়ীতে অভিযান পরিচালনা করে প্রধান অভিযুক্ত মিজানুর রহমান মিজু ও জসিম উদ্দিনকে আটক করে ৭ ফেব্রুয়ারী সোমবার দুপুরে আদালতে প্রেরন করে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, অভিযুক্তরা জনবলে বেশী হওয়ায় ওই এলাকাতে নিরিহ মানুষের সাথে উসৃংখল আচরন ও কারনে অকারনে বিরোধ সৃষ্টি করে আসছে।
মামলা দায়ের ও অভিযুক্ত ২জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: