Wednesday, March 2, 2022

বানারীপাড়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকি পলন


মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

বরিশালের বানারীপাড়ায় কেক কেটে জমকালো আয়োজনে পাঠক নন্দিত দৈনিক সময়ের আলোর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। ২ মার্চ বুধবার দুপুরে বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক।বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা,বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মানবাধিকার কমিশনের সভাপতি এটিএম মোস্তফা সরদার,উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক জাহিদ হোসেন জুয়েল,সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক অধ্যাপক জাকির হোসেন,আওয়ামী লীগ নেতা শামসুল আলম মল্লিক,উপজেলা এনজিও সমন্বয় পরিষদ ও মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক সাংবাদিক এস.মিজানুল ইসলাম প্রমুখ।
বানারীপাড়া প্রেসক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর এ অনুষ্ঠানে এছাড়াও অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু. মুন্তাকিম লস্কর কায়েস.ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এসএম শাওন,উজিরপুর উপজেলা শ্রমিকলীগ নেতা কামরুল ইসলাম,বানারীপাড়ার কবি রুহুল আমিন চৌধুরী,আকতার হোসেন,ব্যবসায়ী ত্রিনাথ পোদ্দার,বানারীপাড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম গোলাম মাহমুদ রিপন,সড়ক ও জনপথের (সওজ) অবসরপ্রাপ্ত কার্য্য সহকারি ইউসুফ আলী,
ইসলামী আন্দোলনের পৌর শাখার সভাপতি জালিস মাহমুদ,প্রেসক্লাবের সহ-সভাপতি কাওসার হোসেন,প্রভাষক মামুন আহমেদ,জাহিন মাহমুদ,ইলিয়াস শেখ ও স্বপন মাঝী,সাধারণ সম্পাদক সুজন মোল্লা,যুগ্ম সম্পাদক মোঘল সুমন শাফকাত,ফয়েজ আহম্মেদ শাওন ও মাইদুল ইসলাম শফিক,সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন,সদস্য এইচ এম রুবেল,যুবলীগ নেতা মহসিন রেজা ও তপু খান,উপজেলা ছাত্রলীগের সাবেক সমাজ কল্যান সম্পাদক শফিকুল ইসলাম বাবু,ছাত্রলীগ নেতা মনির হোসেন,হৃদয় সাহা ও মিরাজ হোসেন,ডেন্টাল ডাক্তার ফিরোজ হোসেন প্রমুখ।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: