মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
আগামী ঈদে শতভাগ উৎসব ভাতাসহ ৫ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক পরিষদ। শুক্রবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, কমিটির সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুলসহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।মানববন্ধনে শিক্ষকরা শিক্ষা জাতীয়করণ, সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের ষষ্ঠ গ্রেড প্রদান এবং পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদানসহ ৫ দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।মানববন্ধনের আয়োজকরা জানান, এই দাবিতে আগামী ১৫ মার্চ প্রত্যেক জেলার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর
0 coment rios: