Thursday, March 10, 2022

বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মানববন্ধন।


মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।


 বরিশালের বানারীপাড়ায় জন্মনিবন্ধন সংশোধনে অতিরিক্ত টাকা আদায় ও জনহয়রাণির অভিযোগে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ও সচিব মেজবা উদ্দিনের বিরুদ্ধে ভূক্তভোগীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের চৌমহনা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মামুন-অর-রশিদ,৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আইউব আলী, সাধারণ সম্পাদক সুখদেব,৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জেমস, আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ,প্রাণতোষ মালাকার ও ইব্রাহিম,ব্যবসায়ী মনির মৃধা,দানিয়েল বাড়ৈ,বিবেক হালদার,বিজয় সরকার,অভিভাবক বিভা ঘরামী,শান্তি রাণী,স্থানীয় চৌমহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম রেজা ও তুষার হালদার প্রমুখ
বক্তারা এসময় জন্মনিবন্ধনের সংশোধণীর নামে গণহারে অতিরিক্ত টাকা আদায় ও জনহয়রাণি করায় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত ও সচিব মেজবা উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা এ ব্যপারে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। পরে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমহনা বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে।এদিকে সূচনা নামের এক স্কুল শিক্ষার্থীর জন্মনিবন্ধনের সংশোধনীতে প্রধানমন্ত্রীর ধার্যকৃত মাত্র ৫০ টাকার স্থলে সাড়ে ১৪শ’ টাকা নেওয়ার অভিযোগে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপন কুমার সাহা বুধবার ( ৯ মার্চ ) দুপুর ১২টায় তার কার্যালয়ে অভিযোগকারী মিজানুর রহমান আকন ও অভিযুক্ত বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্ত এবং সচিব মেজবা উদ্দিনকে নিয়ে শুনানী করেন। এসময় তিনি দু’পক্ষের বক্তব্য মৌখিক শোনেন ও লিখিতভাবে নেন।জানা গেছে, সম্প্রতি উপজেলার বিশারকান্দি ইউনিয়নের মরিচবুনিয়া গ্রামের মিজানুর রহমান আকন তার মেয়ে স্থানীয় চৌমোহনা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সূচনার জন্মনিবন্ধনের বাংলাকে ইংরেজী ভার্সনে রূপান্তর (সংশোধন) করার জন্য ইউনিয়ন পরিষদে গেলে তার কাছ থেকে দু’বারে সাড়ে ১৪শ’ টাকা নেওয়া হয়। এ সংশোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০টাকা ফি ধার্য করে দিয়েছেন। এ বিষয়টি জানা থাকায় তার কাছ থেকে ৫০ টাকা ফির স্থলে ১৪০০ টাকা অতিরিক্ত নেওয়ায় তিনি ক্ষুদ্ধ হয়ে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের কাছে লিখিত অভিযোগ করেন। ওই লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক বিষয়টি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহাকে নির্দেশ দেন।এ বিষয়ে বিশারকান্দি ইউপি সচিব মেজবা উদ্দিন বলেন, সূচনার জন্ম নিবন্ধন সংশোধন করতে গিয়ে তার বাবা এবং মায়ের জন্মনিবন্ধনও সংশোধন করতে হয়েছে। এ সংশোধন বাবদ সাড়ে ১৪০০ টাকা নয়, প্রথমে ৬০০ ও পরে ২৫০ টাকা মোট সাড়ে ৮০০ টাকা নেওয়া হয়েছে। যা লিখিতভাবে ইউএনওকে জানানো হয়েছে।
এ ব্যপারে বিশারকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শান্ত তার ইউনিয়ন পরিষদে স্বচ্ছতার ভিত্তিতে জন্মনিবন্ধন সংশোধন করা হয় বলে দাবি করে বলেন, সচিবের বক্তব্যই তার বক্তব্য। 
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা বলেন, দু’পক্ষকে নিয়ে শুনানী অনুষ্ঠিত হয়েছে। এ ব্যপারে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন জমা দেওয়া হবে।
এদিকে জন্মনিবন্ধন সংশোধনে শুধু বিশারকান্দি নয়, উপজেলার অন্য ইউনিয়ন পরিষদগুলোর বিরুদ্ধেও একই অভিযোগ রয়েছে। এতে হয়রানীর শিকার ভূক্তভোগীদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: