মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
ঢাকা-বরিশাল মহাসড়কের ইচলাদী টোল প্লাজায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৫জন গুরুতর আহত হয়েছে। এ সময় সুগন্ধা পরিবহনের চাপায় একটি মাহেন্দ্র দুমড়ে মুচড়ে যায়।
১০ মার্চ বেলা দেড়টায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১১-০৯৪১ নম্বরের সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে ছেড়ে এসে ইচলাদী টোল প্লাজায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশালের উদ্দেশ্যে যাওয়া একটি মাহেন্দ্র বরিশাল মেট্রো-খ-১১-০১৫২ গাড়িটিকে পিছন দিক থেকে চাপা দেয়। এ সময় মাহেন্দ্র গাড়িতে থাকা ড্রাইভারসহ ৬জন যাত্রীর ৫জনই গুরুতর আহত হয়। আহতদের মধ্যে মাহেন্দ্রর ড্রাইভার বাবুগঞ্জের দক্ষিণ রাকুদিয়া গ্রামের হুমায়ুন হাওলাদার (৪০), দক্ষিণ বড়াকোঠা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষা আনোয়ার হোসেন (৫৫), স্বরূপকাঠী নেছারাবাদের শহিদুল ইসলাম সুজন (৩৫), মাদার্শী গ্রামের ঝুমুর আক্তার (২৫), রাখালতলা গ্রামের হালিমন বেগম (৩০)। গুরুতর আহতদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনার খবর শুনে তাৎক্ষণিক ছুটে যান উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, মডেল থানা অফিসার ইনচার্জ আলী আর্শাদ।গৌরনদী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শেখ বেল্লাল আহমেদ জানান, দুর্ঘটনার পরে পরিবহনের ড্রাইভার, হেলপার পালিয়ে যায়। গাড়িটিকে আটক করা হয়েছে। আহতদের মধ্যে কেউ অভিযোগ দিলে মামলা নেয়া হবে।
0 coment rios: