Sunday, March 20, 2022

উজিরপুরে টিসিবির পন্য বিক্রির উদ্বোধন করেন এমপি মোঃ শাহে আলম।



মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।

পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে বরিশালের উজিরপুরে নিম্ন আয়ের পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।রবিবার সকাল ১০টায় পৌরসভার আওতায় ০৯ টি ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষের কাছে বিএনখান ডিগ্রি কলেজ মাঠে বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। এসময় উজিরপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন বেপারির সভাপতিত্বে ও কাউন্সিলর হেমায়েত উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু প্রমুখ। উজিরপুর পৌরসভায় ১৪৩৬ জনের কাছে টিসিবির পণ্য বিক্রি করা হবে। প্রথম পর্যায়ে ৯৪২ জনের কাছে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা হয়েছে। এরমধ্যে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল বিক্রি হয়। এছাড়া দ্বিতীয় পর্যায় পবিত্র রমজান মাসের মাঝামাঝি সময়ে ২ কেজি ডাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি ছোলা বিক্রি হবে।প্রধান অতিথি সংসদ সদস্য মোঃ শাহে আলমের বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরীব দু:খী মানুষের কথা ভাবেন। যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর নিকট পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। দেশে ১ কোটি মানুষকে এ পণ্য দেয়া হবে। এ পণ্য সামগ্রী বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা একটি কমিটি করে দিয়েছি। তাদের তত্ত্ববধানে এ কাজটি সম্পন্ন হবে। আমরা দুই বারে এ পণ্য সামগ্রী বিতরণ করব। কার্ডধারি পরিবার পাবে এ পণ্য সামগ্রী।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: