পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূলে বরগুনার বেতাগীতে নিম্ন আয়ের মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ডে’ টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ শুরু হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির উদ্যোগে রোববার দুপুর দেরটায় বেতাগী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয় মাঠে ইউএনও মো. সুহৃদ সালেহীন আনুষ্ঠানিকভাবে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় সদর ইউপি চেয়ারম্যান মো: হূমায়ূন কবির খলিফা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাইদুল ইসলাম মন্টু, কনজ্যুমার এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ক্যাব, উপজেলা শাখার সাধারণ সম্পাদক লায়ন মো: শামীম সিকদার, ইউপি সদস্য মো: মোস্তফা কামাল, মো: কেনান সিকদার ও মো. বশির আলম পলাশসহ উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমের ৪৬০ টাকার বিনিময়ে প্রথম পর্যায়ে প্রতিটি পরিবারকে দুই কেজি মশুর ডাল (প্রতি কেজি ৬৫ টাকা), দুই কেজি চিনি (প্রতি কেজি ৫৫ টাকা) ও দুই লিটার সয়াবিন তেল (প্রতি লিটার ১১০ টাকা) প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায়, বেতাগী পৌরসভায় ৬১৯ টি পরিবারসহ এ উপজেলার মোট ৭ হাজার ৮৮১ টি পরিবারের মাঝে কার্ডের মাধ্যমে ভর্তুকি মূলে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণ করা হবে।
0 coment rios: