দৃষ্টিপ্রতিবন্ধী এক শিক্ষার্থীর উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন বরগুনার জেলা প্রশাসক (ডিসি) হাবিবুর রহমান। এ ছাড়া তার চোখের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
দৃষ্টিপ্রতিবন্ধী ওই শিক্ষার্থীর নাম দিপা রাণী দাস। সে বরগুনা আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী গ্রামের বলরাম দাসের দৃষ্টিপ্রতিবন্ধী মেয়ে।
জানা যায়, দিপার পরিবারে দাবি, বাবা ও ভাইসহ চার জনই দৃষ্টিহীন। মা সন্ধ্যা রাণী অন্যের বাড়িতে এবং পানের বরজে কাজ করে ছয় জনের সংসার চালান।
এদিকে, দিপা বরগুনা খলিফা ফাউন্ডেশনের সহযোগিতায় বরিশাল আলেকান্দা সরকারি দৃষ্টিপ্রতিবন্ধী বিদ্যালয় থেকে ২০২১ সালে এসএসসি পাস করে। এরপর উচ্চশিক্ষা গ্রহণের জন্য অনলাইনে আবেদন করলে ঢাকার মিরপুরস্থ শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজে ভর্তির সুযোগ পায় সে। কিন্তু অর্থাভাবে তার ভর্তি অনিশ্চিত হয়ে পড়ে।
দিপা জানায়, তার ভাই বরগুনা দৃষ্টিপ্রতিবন্ধী স্কুলের ছাত্র। একদিকে ভাইয়ের খরচ, অপরদিকে তার কলেজে ভর্তির খরচ। কিন্তু পরিবারের কাছে টাকা না থাকায় তার লেখাপড়া ও কলেজে ভর্তির বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছিল।
এ অবস্থায় দিপা ও তার মা সন্ধ্যা রাণী বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বরগুনার ডিসি হাবিবুর রহমানের দ্বারস্থ হলে দিপার শিক্ষা এবং চিকিৎসার বিষয় বিশেষ গুরুত্ব দিয়ে সহযোগিতার কথা জানান হাবিবুর। তাৎক্ষণিকভাবে দিপাকে কলেজে ভর্তির জন্য পাঁচ হাজার টাকা দেন তিনি।
এ সময় তিনি জানান, দিপার চোখ ভালো হওয়ার সুযোগ থাকলে তিনি নিজে এবং রাষ্ট্রীয় পর্যায় থেকে সহযোগিতা করবেন।
হাবিবুর আরও বলেন, “প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার জন্য চেষ্টা করা হবে। দিপা যাতে আরো সহযোগিতা পেয়ে শিক্ষা অব্যাহত রাখতে পারে সে উদ্যোগও নেওয়া হবে।”
এ সময় উপস্থিত ছিলেন- বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিয়া শারমিন, নেজারত ডেপুটি কালেক্টর মো. নাজমুল ইসলাম, নির্বাহী মেজিস্ট্রেট মো. মেহেদি হাসান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি চিত্তরঞ্জন শীল প্রমুখ।
0 coment rios: