মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদ ও আগামী ২৮ মার্চ অর্ধদিবস হরতাল সফল করার দাবিতে বরিশালের জেলখানার মোড়, নতুন বাজার,নথুল্লাবাদ ও কাশিপুর এলাকায় সহ বিভিন্ন সড়কে বাসদের পথসভা অনুষ্ঠিত হয়।এসময় বক্তব্য রাখেন বাসদের বরিশাল জেলার সদস্য মানিক হাওলাদার, সন্তু মিত্র, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট জেলার সদস্য শহীদুল ইসলাম, রুবেল হাওলাদার, শহীদ হাওলাদার, ছাত্র ফ্রন্ট সংগঠক লামিয়া সাইমুন প্রমুখ।নথুল্লাবাদ বাস র্টামিনালের মোড়ে পথসভা অনুষ্ঠিত হওয়ার সময় স্থানীয় ক্ষমতাসীন দলের সন্ত্রাসী বাহিনী সভাস্থলে এসে মাইক বন্ধ করে দিতে বলে ও দ্রব্যমূল্য নিয়ে কথা না বলার হুমকি দেয় বলে অভিযোগ করেন বার্তা প্রেরক করেন বিজন সিকদার। তবে সন্ত্রাসীদের বাধা উপেক্ষা করে জনগনের সমর্থনে বাসদ এর পথসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, বর্তমানে সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম।
জনগণের কাছে কোনো রকম জবাবদিহি না করে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্বগতি চলছে। সরকারের বাজার নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণ করার কথা থাকলেও সেই জায়গা দিয়ে সরে এসে সরকার ব্যবসায়ীদের পাহারাদার এক লুটপাটকারীর সরকারে পরিণত হয়েছে। তারা আরো বলেন, জনগণের এই দুর্দশা থেকে মুক্তি পেতে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই।তাই আগামী ২৮ মার্চ অর্ধ দিবস হরতালের ডাক দিয়েছে বাম জোট। সেই হরতাল সফল করার জন্য নেতৃবৃন্দ সর্বস্তরের জনগণকে আহ্বান জানান। একইসাথে নেতৃবৃন্দ গনতান্ত্রিক আন্দোলনে সন্ত্রাসী বাধার তীব্রনিন্দা জানান।
0 coment rios: