Saturday, March 19, 2022

বরগুনায় ৬৩ হাজার পরিবার পাচ্ছে টিসিবির পণ্য

বরগুনা জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় দুই কিস্তিতে ৬৩ হাজার ২৬৫টি পরিবার পাচ্ছেন টিসিবির পণ্য সামগ্রী।

শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান জেলা প্রশাসক হাবিবুর রহমান।

বরগুনা জেলায় ১৬ জন ডিলারের মাধ্যমে আগামীকাল রবিবার থেকে ৬টি উপজেলায় এবং ৪টি পৌরসভায় খোলা বাজারে টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য এড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।


জেলা প্রশাসক সাংবাদিকদের জানান, জনসংখ্যার ভিত্তিত্বে পণ্যের পরিমাণ নির্ধারণ করা হয়েছে। যাতে কার্ডধারীরা সঠিক পরিমাপে পণ্য পেতে পারেন তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে পরিমাপ করে ডিলার বুঝিয়ে দেয়া হয়েছে। প্রতিটি বিক্রয় কেন্দ্রে একজন করে সরকারিভাবে নিয়োজিত ট্যাক কর্মকর্তা সার্বক্ষণিক উপস্থিত থাকবেন।
সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই পণ্য বিতরণ করা হবে।


বরগুনা সদর উপজেলায় ১৯ হাজার ২৭১, বরগুনা পৌরসভায় ২ হাজার ১৯২, আমতলি উপজেলায় ১২ হাজার ৩১৩, আমতলি পৌর সভায় ১ হাজার ৩২৮, বেতাগী উপজেলায় ৭ হাজার ৮৮১, বেতাগী পৌরসভায় ৬১৯, পাথরঘাটা উপজেলায় ১১ হাজার ৭২৮, পাথরঘাটা পৌরসভায় ১ হাজার ৪৩০, বামনা উপজেলায় ৬ হাজার ৩৭৪, তালতলি উপজেলায় ৫ হাজার ৬৯৮টি কার্ডধারী পরিবার টিসিবির পণ্য পাবেন।

টিসিবির পণ্য বিক্রিতে যাতে অনিয়ম না হয় প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং টিম থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: