বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র ত্রি বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপিল) বেলা ১১টায় মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন এমপি।
সম্মেলন উদ্বোধন করেন উপেজলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব মেয়র এবিএম গোলাম কবির, প্রধান বক্তা ছিলেন উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব গাজী জালাল আহেমদ’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মো. মারুফ হোসেন’র পরিচালনা এ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়মাী লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মহসীন ফযসাল অপু, প্রচার সম্পাদক মো. লুৎফর রহমান ফিরোজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক মো. নাসির উদ্দিন ফকির, আওয়ামী লীগ নেতা নাহিদ মাহমুদ হোসেন লিটু ও বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন পল্টু।
0 coment rios: