Thursday, July 21, 2022

বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীর মৃত্যু

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি, বরগুনা ভায়া বেতাগী থেকে ঢাকাগামী লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় বেতাগী থেকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর সঙ্গে কোনো স্বজন না থাকায় তার কোনো পরিচয় মেলেনি। তবে নিহত ব্যক্তির পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।
লঞ্চে থাকা ঢাকাগামী এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লঞ্চের ডেকের মেঝেতে অনেক লোক জড়ো হয়ে আছেন দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি, একজন মধ্যবয়সী লোক মারা গেছেন। পাশে লোকজনের ভিড়। পাশে থাকা যাত্রীরা বলছিলেন, লোকটি বসা অবস্থায় ছিলেন। হঠাৎ মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এলে জানা যায় লোকটি মারা গেছে। তার সঙ্গে কোনো স্বজনের খোঁজ মেলেনি। মৃতের কোনো পরিচয়ও জানা যায়নি। তবে তার সঙ্গে তিনটি টিকিট পাওয়া গেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানায়। 

শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ বলেন, বরগুনা থেকে ঢাকা পৌঁছতে আটটি ঘাটে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চিত বলা যায়নি। তার সঙ্গে কোনো স্বজন ছিলেন কি না তা-ও জানা যায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে আমরা মরদেহটি হস্তান্তর করেছি।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: