মো রাজিব হোসেন,বরগুনা জেলা প্রতিনিধি,বরগুনার বেতাগীতে ১০ টি গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর ঘর ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক মৃধা, মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার।
আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন প্রধানমন্ত্রীর উপহারে এ ধাপে ১০ জন ভূমিহীনকে একটি করে পাকা ঘর এবং ঘরের জমির দলিল হস্তান্তর করেন। এসব ঘর পেয়ে সুবিধাভোগী অত্যন্ত খুশি প্রধানমন্ত্রীকে দোয়া করলেন।