Friday, July 22, 2022

বেতাগীতে ১০ জন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

বেতাগীতে ১০ জন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

মো রাজিব হোসেন,বরগুনা জেলা প্রতিনিধি,বরগুনার বেতাগীতে ১০ টি গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর ঘর ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক মৃধা, মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার।

 

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন প্রধানমন্ত্রীর উপহারে এ ধাপে ১০ জন ভূমিহীনকে একটি করে পাকা ঘর এবং ঘরের জমির দলিল হস্তান্তর করেন। এসব ঘর পেয়ে সুবিধাভোগী অত্যন্ত খুশি প্রধানমন্ত্রীকে দোয়া করলেন।

বরগুনা যৌতুক না পেয়ে স্ত্রীকে অস্বীকার, আদালতে মামলা

বরগুনা যৌতুক না পেয়ে স্ত্রীকে অস্বীকার, আদালতে মামলা

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি,

এ ঘটনায় স্ত্রী রেশমা বাদী হয়ে স্বামী ও শশুরের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন- বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের জুয়েল ও তার বাবা নুর জামাল।

মামলায় বাদী রেশমার অভিযোগ, তার স্বামী জুয়েল ২০২১ সালের ২৬ মার্চ তাকে বিয়ে করে এক বছর সংসার করেন। জুয়েল ব্যবসার জন্য রেশমার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু রেশমা যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী জুয়েল তাকে প্রায়ই জ্বালা যন্ত্রনা দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই স্বামী জুয়েল ও তার বাবা স্ত্রী রেশমাকে নির্যাতন করে। এতে রেশমা গুরুতর অসুস্থ হয়ে তার বাবা শাহ আলমকে ফোন দেয়। রেশমার বাবা ও মামা নুর আলম ও সুজন জুয়েলের বাড়িতে গিয়ে রেশমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এবিষয়ে রেশমার স্বামী জুয়েল জানান, রেশমার সঙ্গে আমার রেজিস্ট্রি কাবিন হয়নি। ও আমার বউ না।

এ ব্যাপারে রেশমার শশুর নুর জামাল জানান, রেশমার চরিত্র ভাল নয়। এ কারনে আমরা গ্রহন করতে চাই না।

Thursday, July 21, 2022

বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীর মৃত্যু

বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীর মৃত্যু

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি, বরগুনা ভায়া বেতাগী থেকে ঢাকাগামী লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় বেতাগী থেকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর সঙ্গে কোনো স্বজন না থাকায় তার কোনো পরিচয় মেলেনি। তবে নিহত ব্যক্তির পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।
লঞ্চে থাকা ঢাকাগামী এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লঞ্চের ডেকের মেঝেতে অনেক লোক জড়ো হয়ে আছেন দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি, একজন মধ্যবয়সী লোক মারা গেছেন। পাশে লোকজনের ভিড়। পাশে থাকা যাত্রীরা বলছিলেন, লোকটি বসা অবস্থায় ছিলেন। হঠাৎ মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এলে জানা যায় লোকটি মারা গেছে। তার সঙ্গে কোনো স্বজনের খোঁজ মেলেনি। মৃতের কোনো পরিচয়ও জানা যায়নি। তবে তার সঙ্গে তিনটি টিকিট পাওয়া গেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানায়। 

শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ বলেন, বরগুনা থেকে ঢাকা পৌঁছতে আটটি ঘাটে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চিত বলা যায়নি। তার সঙ্গে কোনো স্বজন ছিলেন কি না তা-ও জানা যায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে আমরা মরদেহটি হস্তান্তর করেছি।