মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি,
এ ঘটনায় স্ত্রী রেশমা বাদী হয়ে স্বামী ও শশুরের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।
মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার আসামীরা হলেন- বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের জুয়েল ও তার বাবা নুর জামাল।
মামলায় বাদী রেশমার অভিযোগ, তার স্বামী জুয়েল ২০২১ সালের ২৬ মার্চ তাকে বিয়ে করে এক বছর সংসার করেন। জুয়েল ব্যবসার জন্য রেশমার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু রেশমা যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী জুয়েল তাকে প্রায়ই জ্বালা যন্ত্রনা দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই স্বামী জুয়েল ও তার বাবা স্ত্রী রেশমাকে নির্যাতন করে। এতে রেশমা গুরুতর অসুস্থ হয়ে তার বাবা শাহ আলমকে ফোন দেয়। রেশমার বাবা ও মামা নুর আলম ও সুজন জুয়েলের বাড়িতে গিয়ে রেশমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।
এবিষয়ে রেশমার স্বামী জুয়েল জানান, রেশমার সঙ্গে আমার রেজিস্ট্রি কাবিন হয়নি। ও আমার বউ না।
এ ব্যাপারে রেশমার শশুর নুর জামাল জানান, রেশমার চরিত্র ভাল নয়। এ কারনে আমরা গ্রহন করতে চাই না।
0 coment rios: