Thursday, January 20, 2022

বরিশালে চেক প্রতারণা মামলায় পুলিশের বিরুদ্ধে সমন জারি।

মোঃ সিরাজুল হক রাজু,
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের এস আই শেখ মোঃ আলী মর্তুজার বিরুদ্ধে চেক প্রতরণা মামলায় সমন জারি করেছে আদালত।
২০ জানুয়ারী বৃহস্পতিবার বরিশালের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামীম আহমেদ ভারপ্রাপ্ত হিসেবে বিচারাধীন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন।মর্তুজার বিরুদ্ধে মামলাটি দায়ের করেন জাগরণী চক্র ফাউন্ডেশনের বরিশাল এরিয়া অফিসার আবুল কালাম আজাদ।অভিযোগে তিনি বলেন, অভিযুক্ত আলী মর্তুজা বাগেরহাট জেলা সদরের বাদেকপাড়া এলাকার বাসিন্দা শেখ আবদুল কাদেরের ছেলে। বর্তমানে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে এস আই (ইউ বি) পদে কর্তব্যরত রয়েছে। তার আইডি নং বিপি – ৭৯০৭১৯৩১৯৩। তিনি নগদ টাকার প্রয়োজনে গনি ২০১৯ সালের ১৭ এপ্রিল এনজিও থেকে দেড় লাখ টাকা লোন নেয়। তার কাছে টাকা ফেরত চাইলে সে গতবছর ১৭ নভেম্বর সুদসহ পাওনা একলাখ ১২ হাজার ৪ শ ৫৫ টাকার চেক দেয়। চেক নগদায়নের জন্য ওইদিনই ব্যাংকে জমা দেয়া হলে তার হিসেব শাখায় পর্যাপ্ত ব্যালেন্স না থাকায় প্রত্যাখ্যাত হয়। গত ২৫ নভেম্বর লিগ্যাল নোটিশ দিয়ে টাকা ফেরত চাইলেও তিনি লোন শোধ করেনি । এধরনের অভিযোগ দিয়ে মামলা দায়ের হলে মর্তুজাকে আদালতে হাজির হতে তার বিরুদ্ধে সমন জারি করেন বলে আদালত সূত্র জানায়।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: