Sunday, April 17, 2022

মোকামিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন

মোকামিয়া ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র ত্রি বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ এপিল) বেলা ১১টায় মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন এমপি।

সম্মেলন উদ্বোধন করেন উপেজলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী পৌরসভার মেয়র আলহাজ্ব মেয়র এবিএম গোলাম কবির, প্রধান বক্তা ছিলেন উপেজলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. মাকসুদুর রহমান ফোরকান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও গবেষণা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম রব শুক্কুর, বেতাগী পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, মোকামিয়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক আলহাজ্ব গাজী জালাল আহেমদ’র সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সচিব মো. মারুফ হোসেন’র পরিচালনা এ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়মাী লীগের যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম ও মহসীন ফযসাল অপু, প্রচার সম্পাদক মো. লুৎফর রহমান ফিরোজ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সিকদার, উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষযক সম্পাদক মো. নাসির উদ্দিন ফকির, আওয়ামী লীগ নেতা নাহিদ মাহমুদ হোসেন লিটু ও বেতাগী পৌরসভার কাউন্সিলর মোঃ কামাল হোসেন পল্টু।

কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি বিধি মোতাবেক শূন্যপদে একজন সহকারী প্রধান শিক্ষক ও সৃষ্টপদে একজন নৈশপ্রহরী নিয়োগ দেওয়া হবে। 

অগ্রণী ব্যাংক, বেতাগী শাখা-হিসাব নং ০২০০০০৬৫৯৮১৯২ এর অনুকূলে সহকারী প্রধান শিক্ষক পদের জন্য এক হাজার টাকা এবং নৈশপ্রহরী পদের জন্য পাঁচশত টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তি প্রকাশের পনের দিনের মধ্যে প্রধান শিক্ষক বরাবর আবেদন করুন।

যোগাযোগ: প্রধান শিক্ষক, কাজীরহাট মাধ্যমিক বিদ্যালয়, ডাকঘরঃ করুনা, উপজেলাঃ বেতাগী, জেলাঃ বরগুনা।

মোবাইল : ০১৭১০৮৩০৫০২

Friday, April 8, 2022

Interest in betel cultivation has increased among the farmers of Betagir

Interest in betel cultivation has increased among the farmers of Betagir


After the epidemic, the farmers of Betagir in the coastal town of Barguna started cultivating karla. They have become interested in cultivating karla as they can make more profit with less capital in a short time. Due to favorable weather, good yields have been achieved in this season and farmers are getting good prices due to high demand in hot and humid weather.

According to the Upazila Agriculture Office, karalla has been cultivated in 228 hectares of land in 6 unions including Betagi municipality this season. Yield is usually 40 to 50 days after planting. The popularity of this crop is increasing among the farmers as the yield is available in just one and a half months. Due to this karla cultivation is becoming popular day by day in this upazila.

Karla's yield has also doubled this season as compared to last two years. Besides, the farmers have got better prices this time. The vegetables collected from the farmers are being exported to different parts of the country including Dhaka and Barisal to meet the local demand of the region.

Abdur Rahman, a vegetable seller in the municipal town, said that the produce of this upazila has been being sold in the market for several years now. It is in great demand during Ramadan and summer. '

These karlas are being sold in different markets including Municipal City Bazar, Bibichini, Putiakhali, Mokamia, Hosnabad, Kazirhat, Kumrakhali, Chandkhali Bazar. Due to fasting and hot weather, the price has gone up by Tk 10-15 per kg in the last few days. In the last few days, it was sold at Rs 30-40 per kg depending on the variety. At present it is being sold at 50-65 rupees per kg.

Saddam Hussein, a karla farmer in Hosnabad, said he had been making a profit by cultivating karla since last year. I have seen that other farmers in the village are also inclined to cultivate karla. '

Upazila Agriculture Officer. Iqbal Hossain said, "I hope the cultivation will increase in the future as the yield and price are good this time." In order to improve its yield, the Deputy Assistant Officers of the Agriculture Office are providing necessary assistance and advice to the farmers.

Terrible fire at Greatwall Market in Sadarghat

Terrible fire at Greatwall Market in Sadarghat


A fire broke out at the Great Wall Market in the capital's Sadarghat. Firefighters rushed to the scene at around 8pm on Friday to report the blaze.


Ershad Hossain, duty officer of the fire service headquarters, said the fire was reported at 8:55 pm. Within five minutes, firefighters arrived at 9 a.m. and began work to contain the blaze.



Initially, the fire service official could not give any information about the cause of the fire and the casualties.

সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে ভয়াবহ আগুন

সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে ভয়াবহ আগুন

রাজধানীর সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের দমকলকর্মীরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। পাঁচ মিনিটের মধ্যেই ৯টায় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
মোটরসাইকে দুর্ঘটনায় ডাঃআশিকুর রহমানের মৃত্যু।

মোটরসাইকে দুর্ঘটনায় ডাঃআশিকুর রহমানের মৃত্যু।


মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।

সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে না ফেরার দেশে চলে গেলেন মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. আশিকুর রহমান। টানা চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
তার মৃত্যুর খবরে শেবাচিম হাসপাতালের সকল পর্যায়ের চিকিৎসকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আশিকুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে তার সহকর্মী, সহপাঠিসহ কাছের মানুষেরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ এবং দোয়া চাইছেন।ডা. আশিকুর রহমান বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪৩তম ব্যাচের ছাত্র এবং কলেজ শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। এমবিবিএস পাশ করে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের অনারারি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।গত ১ এপ্রিল চেম্বারে রোগী দেখা শেষ করে মোটরসাইকেল যোগে বরিশালের মুলাদী উপজেলা থেকে ফেরার পথে দুর্ঘটনা কবলিত হন। তিনি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মাথায় প্রচন্ড আঘাতপ্রাপ্ত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করেন।
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ডা. মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া রাফি জানান, বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল আশিককে। সেখানে অবস্থার অবনতী ঘটলে ওইদিনই তাকে হেলিকপ্টার যোগে ঢাকায় নিয়ে আসা হয়।
তিনি জানান, ‘ডা. আশিকের মাথার আঘাতটি খুবই গুরুতর ছিলো। আঘাতের কারণে মস্তিকে রক্তক্ষেণ হয়েছে। তাই তাকে সুস্থ করে তুলতে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে নিবির পর্যবেক্ষণে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় না ফেরার দেশে চলে যান আশিক। এরপর বুধবার সকাল ৯টায় তাকে তার গ্রামের বাড়ি শেরপুরে দাফন করা হয়েছে।
গৃহবধূ ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক গ্রেফতার।

গৃহবধূ ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক গ্রেফতার।

 

মোঃসিরাজুল হক রাজু
স্টাফ রিপোর্টার।

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো.আলমগীর হোসেন নামে পুলিশের এক উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ এপ্রিল) রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় এ মামলাটি দায়ের করেন। শুক্রবার (০৮ এপ্রিল) সকালে ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কাঁঠালিয়া থানা পুলিশ।এসআই আলমগীর হোসেন কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলা সদরে।কাঁঠালিয়া থানা পুলিশের ওসি মো. মুরাদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ওই নারী উপজেলার দক্ষিণ চেঁচরী গ্রামের দুই সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন। তার স্বামী ব্যবসার সুবাধে চট্টগ্রামে থাকেন। ভুক্তভোগী নারীর ভগ্নিপতি আনিসুর রহমান তারাবুনিয়া গ্রামের বাসিন্দা এবং তারাবুনিয়া বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। বোনের বাড়িতে যাওয়া আসার সুবাধে তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় তার। গত ৩ এপ্রিল রাতে বাদীর বাড়িতে গিয়ে আলমগীর তাকে মারধরের পর ধর্ষণ করে।
ওসি মো. মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি এসআই আলমগীর হোসেনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বাদীকে বরিশাল শেরই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

Wednesday, April 6, 2022

বরিশালে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক কেন্দ্রীয় শ্রমিকদলের সাধারন সম্পাদকের  দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

বরিশালে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য ও সাবেক কেন্দ্রীয় শ্রমিকদলের সাধারন সম্পাদকের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী পালন

মোঃসিরাজুল হক রাজু 
স্টাফ রিপোর্টার।


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য, বিদ্যুৎ শ্রমিক নেতা ও কেন্দ্রীয় শ্রমিকদলের সাবেক সাধারন সম্পাদক মরহুম জাফরুল হাসানের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার (৬ এপ্রিল) দুপুরে সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল বরিশাল জেলা কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজীর সভাপতিত্বে অলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা দক্ষিণের আহবায়ক সাবেক ছাত্র নেতা এ্যাড. মজিবুর রহমান নান্টু।এসময় নান্টু বলেন, আজ অগণতান্ত্রিক সরকারের পায়ের তলার মাটি নেই আজ এই সরকারের সময়ে দেশের গণতন্ত্র অবরুদ্ধ বলেই বিএনপির সকল রাজনৈতিক কর্মকান্ডে তারা ভয় পায় বলে ঢাকায় রাজ পথে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে ও সাধারন মানুষকে সচেতনতা করার লিফলেট বিতরণকালে প্রতিহিংসার অনৈতিকভাবে ঢাকা দক্ষিণের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে গ্রেফতার করেছে। 
তিনি পুলিশ বাহিনীকে প্রশ্ন রেখে বলেন ইসরাকের বিরুদ্ধে যদি ওয়ারেন্ট থেকেই থাকে তাহলে এতদিন কেন তাকে গ্রেফতার করেননি সেতো পালিয়ে ছিলোনা। আমরা অবিলম্বে ইসরাক হোসেনের নিঃশর্ত মুক্তি সহ এই সরকারের অরাজনৈতিক কর্মকান্ডের তিব্র নিন্দা জানান।তাই আগামীতে কেন্দ্রীয় বিএনপি থেকে যে কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচিতে শ্রমিকদল সক্রিয়ভাবে রাজপথে লড়াই ও আন্দোলন-সংগ্রামে অংশ গ্রহন করার আহবান জানান।এসময় তিনি আরো বলেন জাতীয়তাবাদী দলের সকল সংগ্রামী সদস্যদের মৃত্যু নেই তারা ছিলেন আজও আমাদের হৃদয়ের মাঝে আছে আমরা সকল নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করছি।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সাধারন সম্পাদক এমজি ফারুক, জেলা বিএনপি সদস্য এ্যাড. তারেকুল ইসলাম শাহিন, জেলা শ্রমিকদল সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মহানগর শ্রমিকদল ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম আকন, জেলা শ্রমিকদল সহ-সভাপতি মোঃ নান্নু মিয়া, জেলা প্রচার সম্পাদক জয়নাল আবেদিন বাচ্চু, মহানগর শ্রমিকদল সদস্য তারেকুল ইসলাম তারেক, মাসুম হাসান, উজিরপুর পৌর শ্রমিক দল সভাপতি মোঃ সোলাইমান মিয়া প্রমুখ। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্য কামনা সহ দেশব্যাপি নিহত শ্রমিকদলের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত পরিচালনা করেন জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী।
 ইশরাক হোসেন আটক

ইশরাক হোসেন আটক


বুধবার বিকেলে মতিঝিল এলাকায় দ্রব্যমূল্য উর্ধ্বগতি ও সরকারের দুর্নীতি, লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মসুচির অংশ হিসেবে। 
ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিকদলের উদ্দোগে মতিঝিল এলাকায় লিফলেট বিতরণ  এর মধ্যে, 
বিএনপি'র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির  ধাঁনের শীষে মনোনীত মেয়র প্রার্থী  ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নং সদস্য  ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মতিঝিল এলাকা থেকে আটক করেছে পুলিশ।