সর্বশেষ

Thursday, November 3, 2022

বেতাগীতে মাহফিল থেকে আর বাড়ি ফেরা হলো না ৩ কিশোরের

বেতাগীতে মাহফিল থেকে আর বাড়ি ফেরা হলো না ৩ কিশোরের

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি,

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া দরবার শরিফে আয়োজিত ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন কিশোর নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে কাজিরাবাদ ইউনিয়নের কালিকাবাড়ি গ্রামের মো. কবিরের ছেলে ইয়াসিন আরাফাত (১৩) ও মোকামিয়া ইউনিয়নের দক্ষিণ মোকামিয়া গ্রামের রফিক মৃধার ছেলে মোহাম্মদ রাব্বির (১৬) নাম ঠিকানা জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বেতাগী থানা পুলিশ জানায়, হাচান উদ্দিনের (রহ.) মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতে উপজেলার মোকামিয়া ফাজিল মাদরাসা ময়দানে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিন কিশোর সেখান থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। পথে খানেরহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তারা তিনজন রাস্তার পাশে পড়ে যায়। এতে গুরুতর আহত হয় তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তিন কিশোরকে উদ্ধার করে বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।  

Friday, September 30, 2022

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার সাধারন সদস্য প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু এর নির্বাচনী ইশতেহার ঘোষণা।

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার সাধারন সদস্য প্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু এর নির্বাচনী ইশতেহার ঘোষণা।

মো রাজিব হোসেন বরগুনা জেলা প্রতিনিধি

বরগুনা জেলা পরিষদ নির্বাচনে নাহিদ মাহমুদ হোসেন লিটুর ২৭টি প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। ৪নং সাধারণ আসনে (বেতাগী উপজেলা) সাধারন সদস্য পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু। (সাবেক প্যানেল চেয়ারম্যান, জেলা পরিষদ, বরগুনা) আজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় বেতাগী মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে তিনি এই ইশতেহার ঘোষণা করেন। এবং তিনি পুনরায় নির্বাচিত হলে অসম্পূর্ণ কাজ দ্রুত শেষ করারও প্রতিশ্রুতি দেন।

পাশাপাশি বেতাগী উপজেলার পর্যটনশিল্প ও বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন মূলক কাজ করবেন বলে ইশতেহারে উল্লেখ করেন টিউবওয়েল প্রতীক পাওয়া এই প্রার্থী।
বরগুনা জেলা পরিষদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বেতাগীতে এই প্রথম কোনো প্রার্থী ইশতেহার ঘোষণা করেন।
তিনি তার নির্বাচনী ইশতেহার ২৭ দফা তুলে ধরে ঘোষণা দেন, জয়ী হলে বেতাগী উপজেলার তরুন ও যুব সমাজের বেকারত্ব দুর করতে একটি প্রশিক্ষন কেন্দ্র স্থাপন করা হবে।
ইশতেহারে নাহিদ মাহমুদ হোসেন লিটু বলেন, বেতাগী উপজেলাকে মাদক, জুয়া, ইভটিজিং,ও বাল্য বিবাহ রোধে কাজ করে যাব।
প্রতিটি ইউনিয়নের বাজারগুলোকে সার্বিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসব, মূল সড়কে অবস্থিত সকল বাজারে যাত্রী ছাউনি ও পাবলিক টয়লেটের ব্যবস্থা করব। জেলা পরিষদের খাস জমিতে প্রতিটি ইউনিয়নের জন্য গণকবর করা হবে বলে ইশতেহারে উল্লেখ করেন তিনি।
বেতাগীর মানুষের দুঃখ লাগবের জন্য বরিশালের সাথে বেতাগীর সরাসরি বাস যোগাযোগ স্থাপন, গরীব শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ, মোকামিয়া দরবার শরিফের উন্নয়ন, চান্দখালি বাজারে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করার পরিকল্পনাসহ ২৭টি কাজ ইশতেহারের উল্লখ করেন। তিনি এই ইশতেহার বাস্তবায়নে উপজেলাবাসীর সহযোগিতা কামনা করেন।

ইশতেহার ঘোষণা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা পরিষদের সাধারন সদস্য পদপ্রার্থী নাহিদ মাহমুদ হোসেন লিটু। এ সময় উপস্থিত ছিলেন, বেতাগী রিপোর্টাস ইউনিটির সভাপতি প্রভাষক আব্দুল কাইয়ুম ও সাধারণ সম্পাদক, শাহাদাত হোসেন মুন্না, বাংলাদেশ প্রেশ ক্লাব বেতাগী উপজেলা শাখার সভাপতি মো. মাসুদ রানা ও বিভিন্ন পত্রিকার সাংবাদিক বৃন্দ।
জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলার মোট ভোটার ১০৬ জন। বরগুনা জেলা পরিষদ নির্বাচনে বেতাগী উপজেলা থেকে সদস্য পদে এবার প্রার্থী হয়েছেন তিনজন। তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর (রোজ সোমবার) জেলা পরিষদ নির্বাচনের ভোট।

Tuesday, August 16, 2022

বরগুনা থেকে সরিয়ে দেওয়া হলো সেই অতিরিক্ত পুলিশ সুপারকে

বরগুনা থেকে সরিয়ে দেওয়া হলো সেই অতিরিক্ত পুলিশ সুপারকে

গতকাল সোমবার ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জের ঘটনায় আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে বরগুনার দায়িত্ব থেকে সরিয়ে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে নিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার ১৬ আগস্ট দুপুরে রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

গতকাল জাতীয় শোক দিবসে বরগুনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সামনেই ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আজ সকালে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাছান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়েছিল। এ ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম তারেক রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তবে তদন্তের বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ও তদন্ত কমিটির প্রধান এসএম তারেক রহমানকে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি। এর আগে গতকাল রাতে একটি শোক সভায় ‘পুলিশের উদ্দেশ্যই ছিল মারপিট করা’ বলে মন্তব্য করেন এমপি শম্ভু। এ সময় তিনি অতিরিক্ত পুলিশ সুপার মহররম আলীকে প্রত্যাহার ও তার বিচারের দাবি জানান।

এর পরপরই জেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলনে জানায়, এ ঘটনায় ছাত্রলীগের কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা ছিল না, কেউ সম্পৃক্ত থেকে থাকলেও সে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে না। এ সময় জেলা পুলিশকে ধন্যবাদ জানান তারা।

Thursday, August 11, 2022

বেতাগীতে বিএনপির পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

বেতাগীতে বিএনপির পদ বঞ্চিতদের সংবাদ সম্মেলন

মো রাজিব হোসেন,বরগুনা জেলা প্রতিনিধি

, বরগুনার বেতাগীতে সদ্য ঘোষিত উপজেলা ও পৌরসভা বিএনপি’র কমিটি প্রত্যাখ্যান ও কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি’র একটি অংশ।

আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বেতাগী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও মেয়র মো. শাহজাহান কবিরের নেতৃত্বে বেতাগী প্রেসক্লাব কার্যালয়ে বিএনপি’র নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. শাহজাহান কবির বলেন, বরগুনা জেলা বিএনপির আহব্বায়ক মো. মাহাবুবুল আলম ফারুক মোল্লা, সদস্য সচিব তারিকুজ্জামান টিটু, যুগ্ম আহব্বায়ক এ.জেড.এম ফারুক ও কেন্দ্রীয় কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক ফিরোজউজ্জামান মামুন মোল্লা বিভিন্ন চালবাজি করে বিভিন্ন উপায়ে টাকার বিনিময়ে যে সব নেতা কর্মী আওয়ামী লীগের লেজুর ভিত্তিক দল করে আসছে তাদের দ্বারা কমিটি গঠন করেছে।

তিনি আরও বলেন, যারা বিএনপির মূলধারার নেতা কর্মী তাদের বাদ দিয়ে যারা ১৪ বছর যাবত কোন কর্মীর খোঁজ খবর রাখেনি তারাই জেলার মূল কমিটির আওতায় উপজেলা কমিটি গঠন করেছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সদ্য ঘোষিত পৌর বিএনপি’র কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পান্না বলেন, যারা ২০১৮ সালের সংসদ নির্বাচনের সময় সরকারের গায়েবী মিথ্যা মামলায় আসামী হয়ে মাসের পর মাস কারা বরণ করেছে তাদেরকেও বাদ দিয়ে জেলার নেতারা আহব্বায়ক কমিটি গঠন করে।

এত নির্যাতনের পরও তারা কমিটির সদস্য পদও পায়নি। তাহলে প্রশ্নই থেকে যায় এ জেলার নেতারা মাঠ পর্যায়ে কর্মীদের কতটুকু চেনে বা জানে!

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক বেতাগী উপজেলার যুগ্ম সাধারন সম্পাদক ফারুক হোসেন খোকন, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান ডব্লিউ, বেতাগী উপজেলা যুবদলের সাবেক সভাপতি মশিউর রহমান প্রমুখ।

Friday, July 22, 2022

বেতাগীতে ১০ জন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

বেতাগীতে ১০ জন গৃহহীন পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার

মো রাজিব হোসেন,বরগুনা জেলা প্রতিনিধি,বরগুনার বেতাগীতে ১০ টি গৃহহীন পরিবারে প্রধানমন্ত্রীর ঘর ও জমির দলিল হস্তান্তর করেন উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মলেন কক্ষে নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তিতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম, মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম ফারুক মৃধা, মুক্তিযোদ্ধা মোতালেব সিকদার।

 

আলোচনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুহৃদ সালেহীন প্রধানমন্ত্রীর উপহারে এ ধাপে ১০ জন ভূমিহীনকে একটি করে পাকা ঘর এবং ঘরের জমির দলিল হস্তান্তর করেন। এসব ঘর পেয়ে সুবিধাভোগী অত্যন্ত খুশি প্রধানমন্ত্রীকে দোয়া করলেন।

বরগুনা যৌতুক না পেয়ে স্ত্রীকে অস্বীকার, আদালতে মামলা

বরগুনা যৌতুক না পেয়ে স্ত্রীকে অস্বীকার, আদালতে মামলা

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি,

এ ঘটনায় স্ত্রী রেশমা বাদী হয়ে স্বামী ও শশুরের বিরুদ্ধে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেছেন।

মঙ্গলবার ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান মামলাটি গ্রহন করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলেন- বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা গ্রামের জুয়েল ও তার বাবা নুর জামাল।

মামলায় বাদী রেশমার অভিযোগ, তার স্বামী জুয়েল ২০২১ সালের ২৬ মার্চ তাকে বিয়ে করে এক বছর সংসার করেন। জুয়েল ব্যবসার জন্য রেশমার কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন। কিন্তু রেশমা যৌতুক দিতে অস্বীকার করলে স্বামী জুয়েল তাকে প্রায়ই জ্বালা যন্ত্রনা দিতে থাকে। তারই ধারাবাহিকতায় ১৮ জুলাই স্বামী জুয়েল ও তার বাবা স্ত্রী রেশমাকে নির্যাতন করে। এতে রেশমা গুরুতর অসুস্থ হয়ে তার বাবা শাহ আলমকে ফোন দেয়। রেশমার বাবা ও মামা নুর আলম ও সুজন জুয়েলের বাড়িতে গিয়ে রেশমাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করায়।

এবিষয়ে রেশমার স্বামী জুয়েল জানান, রেশমার সঙ্গে আমার রেজিস্ট্রি কাবিন হয়নি। ও আমার বউ না।

এ ব্যাপারে রেশমার শশুর নুর জামাল জানান, রেশমার চরিত্র ভাল নয়। এ কারনে আমরা গ্রহন করতে চাই না।

Thursday, July 21, 2022

বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীর মৃত্যু

বরগুনা থেকে ঢাকাগামী লঞ্চে যাত্রীর মৃত্যু

মো রাজিব হোসেন, বরগুনা জেলা প্রতিনিধি, বরগুনা ভায়া বেতাগী থেকে ঢাকাগামী লঞ্চে এক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ১২টায় বেতাগী থেকে ঢাকাগামী শাহরুখ-২ লঞ্চে এ ঘটনা ঘটে। ওই যাত্রীর সঙ্গে কোনো স্বজন না থাকায় তার কোনো পরিচয় মেলেনি। তবে নিহত ব্যক্তির পকেটে তিনটি ডেকের টিকিট পাওয়া গেছে।
লঞ্চে থাকা ঢাকাগামী এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ লঞ্চের ডেকের মেঝেতে অনেক লোক জড়ো হয়ে আছেন দেখতে পাই। সামনে এগিয়ে গেলে দেখি, একজন মধ্যবয়সী লোক মারা গেছেন। পাশে লোকজনের ভিড়। পাশে থাকা যাত্রীরা বলছিলেন, লোকটি বসা অবস্থায় ছিলেন। হঠাৎ মেঝেতে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর লোকজন ভিড় করলে লঞ্চ কর্তৃপক্ষ এলে জানা যায় লোকটি মারা গেছে। তার সঙ্গে কোনো স্বজনের খোঁজ মেলেনি। মৃতের কোনো পরিচয়ও জানা যায়নি। তবে তার সঙ্গে তিনটি টিকিট পাওয়া গেছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানায়। 

শহরুখ-২ লঞ্চের ইনচার্জ মো. শরিফ বলেন, বরগুনা থেকে ঢাকা পৌঁছতে আটটি ঘাটে লঞ্চ থামানো হয়। কোন ঘাট থেকে লোকটি উঠেছে তা এখনো নিশ্চিত বলা যায়নি। তার সঙ্গে কোনো স্বজন ছিলেন কি না তা-ও জানা যায়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ঢাকা থেকে বরগুনাগামী রয়েল ক্রুস-২ লঞ্চে আমরা মরদেহটি হস্তান্তর করেছি।